আমেরিকার এক বিচারকের কাহিনী............

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২১ জুন, ২০১৪, ০৩:৪৬:৪৩ রাত

বিচারক এক বৃদ্ধ চোরকে বললেন: আপনার বিরুদ্ধে একটি রুটি চুরির অভিযোগ আছে। আপনি কি চুরি করেছেন?

#বৃদ্ধ: অভিযোগ সত্য। হ্যাঁ, আমি চুরি করেছি। কারণ, আমি খু্বই ক্ষুধার্ত ছিলাম। চুরি ছাড়া কোন উপায় ছিল না আমার।

#বিচারক: আইন অনুযায়ী আপনার উপর ১০ ডলার জরিমানা করা হলো।

একটু পরে বিচারক নিজের পকেটে হাত দিয়ে ১০ টি ডলার বের করে বৃদ্ধকে দিয়ে বললেন, নিন।

আপনার কাছে তো ডলার নেই। আপনি কি দিয়ে জরিমানা দিবেন।

এই ডলারগুলো দিয়ে জরিমানা শোধ করুন।

উপস্থিত সবাই হতবাক। নির্বাক।

সহসা বিচারক আরেকটি বিচারিক রায় প্রদান করলেন। উপস্থিত সবাইকে নির্দেশ দিলেন, প্রত্যেকে এই বৃদ্ধকে ১০ ডলার করে প্রদান করুন।

কারণ, আপনারা এ সমাজে স্বাচ্ছন্দপূর্ণ জীবন যাপন করবেন,

আর এখানে এমন মানুষ থাকবে, যারা না খেয়ে ধুকে ধুকে মরবে, তা হতে পারে না।

তৎক্ষণাৎ উপস্থিতভাবে ৪৮০ ডলার উঠে যায়। এভাবে একজন বিচারকের মানবিকতার কারণে একজন দরিদ্র বৃদ্ধ দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত হয়।

----------------------------------------------------------------

#মন্তব্য: এ আদর্শ ১০০% ইসলামী আদর্শ। যদিও তারা মুসলিম নয়। ইসলামের এ মহান আদর্শ ধারন করে পাশ্চাত্যের আধুনিক রাষ্ট্রগুলো সামাজিক নিরাপত্তার বেষ্টনীকে প্রসারিত করলো। আর আমরা ইসলামকে ছেড়ে দিয়ে পেছনেই পড়ে রইলাম।

------------------------------------------------------------------------------

#শিক্ষা: শুধু একজন মানুষের চিন্তা কখনো গোটা রাষ্ট্রের গতিবিধি পরিবর্তন করে দিতে পারে।

---------------------------------------------------------------------------

#জিজ্ঞাসা: এমন একজন মানুষ কিংবা এমন একজন বিচারক কি এ দেশে নেই? কোন দিন কি হবে না?

বিষয়: বিবিধ

৭৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237697
২৩ জুন ২০১৪ রাত ১২:২২
আফরা লিখেছেন : আপনার এই শিক্ষনীয় শেয়ারটা অনেক ভাল লেগেছে ।
২৩ জুন ২০১৪ সকাল ১১:৩০
184389
সাইলেন্ট কিলার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ............

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File