ভিসা ফ্রি --- ভারতের উদারতা বাংলাদেশীদের জন্য
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২১ জুন, ২০১৪, ০৪:২৫:৩৪ রাত
১৮ বছরের নীচে আর ৬৫ বছরেরে উপরে হলে বাংলাদেশীদের জন্য ভিসা ফ্রি।১৮ বছর থেকে ৬৫ বছর হলে তাদের অপেক্ষা করতে হবে,কখন আপনার বয়স ৬৫ পার হবে,তাহলেই ভিসা ফ্রি যাওয়া যাবে।তাও আসাম সরকার দিতে চায় না,হাছিনা সরকার যাদের জন্য ফ্রি শুল্কে খাবার নিতে দেন দেশের উপর দিয়ে।ওদের দেশে বাংলাদেশীরা যায় শুধু চিকিৎসা নিতে আর পাসপোর্ট ভারী করতে, তাছাড়া ভারতে আমাদের যাওয়ার তেমন দরকার হয় না।বাংলাদেশ সরকার হয়ত সামনে ভারতীয়দের ভিসা ফ্রি দিয়ে দেবে হয়ত সেই সুযোগটা নিতেই বাংলাদেশীদের জন্য সীমিত বয়সের ভিসা ফ্রি নীতি প্রয়োগ করছে।তাহলে বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়রা সহজেই যাতায়ত করতে পারবে।যেটা ওদের দরকার বেশী।ছুটলুকদের দেশে আমরা যাব না,ওদের ভিসা ফ্রী সিস্টেম চাই না।ছুটলোক,ক্রিপন,অনুদার ভারতীয়দের বাংলাদেশের উপর দিয়ে ভিসা ফ্রি যেতে দেয়া হবে না,যেহেতু ওরা আমাদের সীমিত বয়সভিত্তিক করে দিচ্ছে।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই নামটা তো দিছেন জোস।
মন্তব্য করতে লগইন করুন