রাজকুমারি
লিখেছেন লিখেছেন রাজপুত্র ২১ অক্টোবর, ২০১৪, ১২:১০:৩৬ রাত
রাজ্য জয়ের স্বপ্ন নিয়ে
রাজ কুমারি এলো,
রাজ্যে ছিলো দুটো জিনিস
অন্ধকার আর আলো।
অন্ধকারে ডুবছে সবাই
মিথ্যা পণের গল্প,
দুর্নীতি আর বাওতাবাজি
সময় খুব অল্প।
রাজ কুমারি বেজায় রাগি
ছাড় পাবে না কেউ,
সত্য কথা বললে ভাবে
আমরা তাঁহার ফেউ।
রাজ কুমারি ফিরে দেখ
আমরা তোমার ভাই।
মিলে-মিশে গড়বো এইদেশ
সুখের সীমা নাই।
রাজ কুমারি বন্ধ কর
মানুষ মারার খেলা,
প্রজারা সব জাগলে পরে
ছিনিয়ে নিবে ভেলা।।
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন