"মা" তোমার জন্য
লিখেছেন লিখেছেন রাজপুত্র ১১ আগস্ট, ২০১৪, ১২:১৫:৫১ দুপুর
আসসালামু আলাইকুম।
''মা" আমি কি লিখবো কিছুই পাচ্ছি না-
তবুও লিখার প্রাণপণ চেষ্টা।
ভাব প্রকাশের শব্দ গুলো এখন-
আমার সাথে খালি লুকোচুরি খেলে।
মনে যা আসলো তাই ভাবপ্রকাশ করলাম.....
তোমার রাজপুত্র তোমারই থাকবে,
কেউ এই জান্নাতি বন্ধন ছিন্ন করতে পারবে না
ইনশা আল্লাহ্।
"মা" আমার পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে......
তোমার রবের নিকট প্রার্থনা করো।
(লেখা চলমান থাকবে....আগামি কালও থাকবে ইনশা আল্লাহ্)
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন