সুন্দর নয়, সুন্দরী
লিখেছেন লিখেছেন রাজপুত্র ১০ জুন, ২০১৪, ১০:১৯:১০ সকাল
স্বপ্নচারিণী হয়ে পথ আগলে
কেন মিছে দাঁড়িয়ে আছো?
হেসো না, হাসলে তোমায়
সুন্দর নয়, সুন্দরী দেখায়।
সরে যাও বলছি
হ্যাঁ, এক্ষুনি
না হলে মানুষ ডাকবো।
উঃফ...ফু
আবার সেই মুচকি হাসি?
বেহায়া, নির্লজ্জ, নির্বোধ
কি বললে? তুমি যাবে না
আর হাসিও থামাবে না।
ঠিক আছে হাসতেই থাকো,
আমিই পথচারী হলাম।
আর শোন, আমি মেঘমালার-
পরীর অপেক্ষায় আছি
যদি হতে পারো মেঘমালার-
মেঘপরী।
তবেই দেখা হবে আবার!
তাই আর হেসো না
হাসলে তোমায়-
সুন্দর নয়, সুন্দরী দেখায়।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন