আমরা জ্বলছি
লিখেছেন লিখেছেন রাজপুত্র ০৯ জুন, ২০১৪, ০৮:৪২:১২ রাত
সেই দিন বিকালে ফুটপাতে হাঁটছিলাম দৃষ্টিপাত হলো এক ভদ্রলোকের প্রতি-ভদ্রলোক অফিস হতে বাসায় ফিরছিল। এমনটাই মনে হচ্ছিল আমার! আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে- নজর করতে লাগলাম। সে কি ভাই! বিশাল হ্যান্ডসাম। কাঁধে তাঁর ল্যাপটপ ব্যাগ, পরনে হালকা আকাশি রঙের শার্ট, গলায় প্যাঁচানো টাই,
প্যান্টও যথেষ্ট ফরমাল ছিলো। বলাবাহুল্য যে, অতীব স্মার্ট।
ওমা একি? বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে বা-হাত পকেটে দিয়ে সিগেরেট আর দিয়াশলাই বের করল। আর কি? জ্বলা শুরু-মানব, সমাজ, জাতি। আমি দেখলাম হতভাগ্য সমাজ টানে টানে জ্বলছে। সাথে আমি, আপনি...আমরা সবাই।
("মা" তোমার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস)
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন