শিরোনাম : কবিতা
লিখেছেন লিখেছেন রাজপুত্র ০৮ জুন, ২০১৪, ০৩:৫০:৪১ দুপুর
কবিতা তুই কি শুধুই কবিতা
নাকি-
ঘুমহীন কোন কবি-র
ছন্দময় রাত্রি যাপন।
হয়তো-বা
ছন্দ বা ভাব খুঁজে না পাওয়ার আর্তনাদ।
তবুও তোকে লিখবেই।
কবিতা তুই কি শুধুই কবিতা
নাকি-
মায়ের কোলে শুয়ে
মিষ্টি মূখের প্রথম কথন।
হয়তো-বা
দুষ্টামির দুষ্টক্ষনে মায়ের বকুনি।
তবুও তোকে লিখবেই।
কবিতা তুই কি শুধুই কবিতা
নাকি-
বিদ্রোহি কবির জীবনে
লৌহ কপাট বন্দীতা।
হয়তো-বা
বিদ্রোহি কবির শেষ ইচ্ছার বহিঃপ্রকাশ।
তোকে লিখবেই।
কবিতা তুই রাগ করিস না!
আমি মানি না তোর ভাব,তাল,ছন্দ।
শুধু জানি-
লিখতে, পড়তে আর মন খুলে হাসতে।
সত্যি। হ্যাঁ সত্যি বলছি।
মাঝে মাঝে গর্জে উঠতেও শিখেছি
তাইতো তুই-
উচ্চারিত হওয়া বায়ান্নর প্রতিবাদি শ্লোগান
তাইতো তুই-
গর্জে উঠা রক্তের মুষ্টিবদ্ধ ষ্টেনগান।
কবিতা তুই কি শুধুই কবিতা
নাকি-
মেঘ মালার মেঘপরীর
অপেক্ষার মিষ্টিক্ষণ।
হয়তো-বা
মেঘপরীর অভিমানি মায়াবী চোখের নোনতা জল।
দূঃর তুই যে কি ?
কবিতা তুই আসলে কি?
তুই কি দেশপ্রেম?
তুই কি স্বাধীনতা?
তুই কি তীতুর বাঁশের কেল্লা?
তুই মনে হয়-
দালালের মিথ্যা শপথ। নাহ!
তুই তাহলে-
ক্ষমতার লোভে সৈরাচারিতা? নাহ!
তাও নাহ!
কারণ, কবিতার জন্ম স্বর্গ হতে।
আচ্ছা শোন! তুই ছেলে না মেয়ে?
নামে মনে হয়, তুই মেয়ে।
কিন্তু তুই ছেলে।ভাবছিস কিভাবে?
কবির নাম লিঙ্গান্তর হয়না-হয়না।
প্রভূ, মা-দেশ,অধিকার আরো কতো রকম-
আংগিকে তোর প্রকাশ।
তাই কবিতা নিয়ে একখানা-
কবিতা লিখার আহ্লাদ করলাম।
ভূল হলে ক্ষমা করে দিস
আর শোন, তুবুও তোকে লিখবেই।
(কবিতাটি উৎসর্গ করলাম আমার দুই "মা" কে)
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন