একটু দিও দেখা ......সায়েম আহমেদ
লিখেছেন লিখেছেন জল-জোছনা ০৮ জুন, ২০১৪, ০৩:৫২:৫১ দুপুর
ভালবাসার ফুলদানীটি একা
তোমার নামে গোলাপ দিলাম গুজে
স্বপ্নবোনার পাতাগুলো ফাঁকা
লিখে দেব কাব্য সুখের রুজে।
কষ্টগুলো মেঘ হয়ে আজ জমে
সুখ বেচারা সূর্য হয়ে ঢাকা
নিঃস্ব দু-হাত বাড়িয়ে তোমার নামে
মেঘ সরিয়ে একটু দিও দেখা।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন