যাচ্ছেতাই - সায়েম আহমেদ
লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৪ জুন, ২০১৪, ০৮:০৩:৩০ রাত
সুযোগের সন্ধানে এপ্রাণে হয়েছে হৃতসর্বস্ব
হুঁচট খেয়েছি তবো বুঝিনি হয়েছে মন নিঃস্ব
অনেক চেয়েছি তবো পারিনি কিছুই গড়তে
নিরঙ্কুশ মন যা চেয়েছে দ্বিধা ছিলোনা করতে
ধীরে ধীরে হয়েছে যে পতন একেক সেদিন
সেথা থেকে ফিরে আসা আজ বড়ই কঠিন
অনেক কেঁদেছি কেও কান পেতে শুনেনি
বুঝালাম যতো তবো হৃদয়তো বুঝেনি
হৃদয়ের নিসুত চিৎকার আজো পায়নি সাড়া
নিস্পন্দ হৃদয়ের ব্যাথাগুলো তাই থাক অধরা।
বিষয়: সাহিত্য
১২৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কস্টগুলো কবিতার ভাষায় ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন