জামায়াত নেতা মোখলেছুর রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্টে সারদা কিংবা তৃণমূল কেলেংকারির টাকা!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ অক্টোবর, ২০১৪, ১২:২১:৪২ রাত
রংপুর মডেল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামায়াত নেতা মোখলেছুর রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুই বছরে এক কোটি টাকার লেনদেন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। টাকাগুলো সারদা কিংবা তৃণমূল কেলেংকারির টাকা কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন মহল তৎপর হয়ে উঠেছে।
যে দেশে ৪৫০০ কোটি টাকা কিছুনা, সেদেশে একজন গণিতের অধ্যাপকের একাউন্টে দুই বছরে এক কোটি টাকা লেনদেন কিভাবে অস্বাভাবিক তা বুঝে আসেনা।
যে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি বানিজ্যের মাধ্যমে ছাত্রলীগ, পুলিশলীগ, শিক্ষকলীগ, নেতালীগ হাজার হাজার কোটি টাকার বানিজ্য করে সে দেশে গণিতের একজন অধ্যাপক যার কিনা কলেজের বেতনের পরেও ব্যাচ পড়িয়ে বছরেই কোটি টাকার বেশী আয় করা সম্ভব তার একাউন্টে দুই বছরে এক কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড়, আবার সারদার হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারীর সাথে যোগ সূত্র খোজা! এ যেন পাহাড়ের মূষিক প্রসাবের গল্পের বাকশালী রূপ।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা যে কতটা বোকা তা যাচাই করার জন্যই বোকার মত এমন প্রশ্ন। সবাই আমরা এখন চিলের পিছনে দৌড়াই কিন্তু কানে হাত দিয়ে দেখার মত সময় টুকু আমাদের নাই।
ধন্যবাদ, ভালো থাকুন।
যুদ্ধ এখন শুরু হয় মিডিয়ায়,
তারপর কুটনীতিতে-
কয়েকধাপ পেরিয়ে তারপর আইনে-
কিছুতেই না হলে শেষে আগ্নেয়াস্ত্রে
সুতরাং সতর্কতা এবং প্রস্তুতিটাও সেভাবে নিতে হবে
প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওঁত পেতে বসে থাকো৷ তাওবা-৫
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওদের চেয়ে কয়েক ধাপ অগ্রীম চিন্তা করতে হবে।
ধন্যবাদ, ভালো থাকুন।
ধন্যবাদ।
আমাদের মিডিয়া হাউসগুলো আমার দেশের,মানুষের,সর্বপরি জাতিসত্তার বিরুদ্ধে সামগ্রিক দিক থেকে যুদ্ধ ঘোষণা করেছে।
হলুদ সাংবাদিকতার জয়জকার।
সাংবাদিকতার এথিক্স বলতে আর কিছু ই নেই। আছে শুধু দালালী আর দালালী।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন