জামায়াত নেতা মোখলেছুর রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্টে সারদা কিংবা তৃণমূল কেলেংকারির টাকা!

লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ অক্টোবর, ২০১৪, ১২:২১:৪২ রাত

রংপুর মডেল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামায়াত নেতা মোখলেছুর রহমানের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুই বছরে এক কোটি টাকার লেনদেন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। টাকাগুলো সারদা কিংবা তৃণমূল কেলেংকারির টাকা কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন মহল তৎপর হয়ে উঠেছে।

যে দেশে ৪৫০০ কোটি টাকা কিছুনা, সেদেশে একজন গণিতের অধ্যাপকের একাউন্টে দুই বছরে এক কোটি টাকা লেনদেন কিভাবে অস্বাভাবিক তা বুঝে আসেনা।

যে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি বানিজ্যের মাধ্যমে ছাত্রলীগ, পুলিশলীগ, শিক্ষকলীগ, নেতালীগ হাজার হাজার কোটি টাকার বানিজ্য করে সে দেশে গণিতের একজন অধ্যাপক যার কিনা কলেজের বেতনের পরেও ব্যাচ পড়িয়ে বছরেই কোটি টাকার বেশী আয় করা সম্ভব তার একাউন্টে দুই বছরে এক কোটি টাকার লেনদেন নিয়ে তোলপাড়, আবার সারদার হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারীর সাথে যোগ সূত্র খোজা! এ যেন পাহাড়ের মূষিক প্রসাবের গল্পের বাকশালী রূপ।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276531
২১ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৬
লোকমান লিখেছেন : ভাইরে সব সমজে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কোন সুশীল, বুদ্ধিজীবি আপনার এই প্রশ্নের জবাব দিবে না বরং প্রশ্ন কর্তাকেই হয়রানীর শিকার হতে হবে। আমাদের দেশ তো মগের মুল্লককেও হার মানিয়েছে বহুত আগেই। সে কথা জানেন না? তবে কেন বোকার (?) মত এমন প্রশ্ন করেন।
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:০৪
220894
আবু জারীর লিখেছেন :
আমরা যে কতটা বোকা তা যাচাই করার জন্যই বোকার মত এমন প্রশ্ন। সবাই আমরা এখন চিলের পিছনে দৌড়াই কিন্তু কানে হাত দিয়ে দেখার মত সময় টুকু আমাদের নাই।
276548
২১ অক্টোবর ২০১৪ রাত ০২:০৩
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. We know what they are planning to do the next raising this issue. Jajakallahu khair.
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:১৭
220897
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম’আসসালাম,
ধন্যবাদ, ভালো থাকুন।
276549
২১ অক্টোবর ২০১৪ রাত ০২:২৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যুদ্ধ এখন শুরু হয় মিডিয়ায়,
তারপর কুটনীতিতে-
কয়েকধাপ পেরিয়ে তারপর আইনে-
কিছুতেই না হলে শেষে আগ্নেয়াস্ত্রে

সুতরাং সতর্কতা এবং প্রস্তুতিটাও সেভাবে নিতে হবে

প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওঁত পেতে বসে থাকো৷ তাওবা-৫
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:১৯
220898
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম’আসসালাম,
ওদের চেয়ে কয়েক ধাপ অগ্রীম চিন্তা করতে হবে।
ধন্যবাদ, ভালো থাকুন।
276557
২১ অক্টোবর ২০১৪ রাত ০৩:১৯
দস্যু বনহুর লিখেছেন : সারদার ট্যাকা খাইয়া জামাতিরা বড়লুক হইচে Big Grin
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৫
220573
তহুরা লিখেছেন :
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২০
220900
আবু জারীর লিখেছেন : বুদ্ধি থাকলে বড়লোক হতে পরের টাকা খাওয়া লাগেনা।
276566
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:২২
শেখের পোলা লিখেছেন : উনিযে জামাতের লোক৷ জামাতের লোকদের ওরা বিশ্বাস করেনা৷
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৩
220904
আবু জারীর লিখেছেন : যদি না থাকে কাজ তাহলে চাল ভাঁজ। সেই থিউরি আর কি?
276631
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো টিচাররা এর চাইতেও বেশী ইনকাম করে শুনেছি ....
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৪
220906
আবু জারীর লিখেছেন : শোনা কথায় কান দেয়া ঠিকনা। তবে বাস্তবতা তাই।
ধন্যবাদ।
276657
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৮
ইয়াফি লিখেছেন : তারা 2009 সালে পিলখানা হত্যাযজ্ঞের পর তথাকথিত তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে দেখা গেল অযাচিতভাবে জামায়াত নেতা ব্যরিস্টার রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাঁর বাসা থেকে তুলে নিয়ে গেল। এরমাধ্যমে তারা জনমনে এই ধারণা দিতে চেয়েছিল এই হত্যাযজ্ঞে উঁনারা জড়িত! অথচ জিজ্ঞাসাবাদে উঁনাকে তার ব্যক্তিগত, পারিবারিক বিষয়ে বেশী জানতে চাওয়া হয়। এখনো সম্ভবত সেই থিওরী এপ্লাই করা হচ্ছে। কারণ জনৈক স্যার জামায়াতের সাথে জড়িত। এর চাইতে বড় ক্লু আর কি লাগে জনমনে ধারণা দেয়ার জন্য!
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
220907
আবু জারীর লিখেছেন : মানুষকে বিভ্রান্ত করার বাকশালী এবং গোয়েবলসি পদ্ধতি। ধন্যবাদ।
276762
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৪
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
আমাদের মিডিয়া হাউসগুলো আমার দেশের,মানুষের,সর্বপরি জাতিসত্তার বিরুদ্ধে সামগ্রিক দিক থেকে যুদ্ধ ঘোষণা করেছে।
হলুদ সাংবাদিকতার জয়জকার।
সাংবাদিকতার এথিক্স বলতে আর কিছু ই নেই। আছে শুধু দালালী আর দালালী।
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৮
220908
আবু জারীর লিখেছেন : সাংবাদিকতা, শিক্ষকতা, সততা, ন্যায় নিষ্ঠা এমনকি আজ ইমামতির ইথিক্সও সমাজ থেকে বিদায়ের পথে।
ধন্যবাদ।
276935
২২ অক্টোবর ২০১৪ রাত ০২:০৬
আয়নাশাহ লিখেছেন : বাংলাদেশে এখন আর আইন,যুক্তি, লজ্জা কিছুই নাই। এক ব্যাক্তির ইচ্ছাই সবকিছু। সাথে 'র' এর পরামর্শ। দেটস ইটস।
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
221578
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File