চিনিবে কি আমায়
লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ২১ অক্টোবর, ২০১৪, ১২:৪১:৪০ রাত
চলার পথে দেখা হলে চিনিবে কি আমায়,
নাকি অবাক হয়ে শুধাবে, "কোথাও কি দেখেছি তোমায়?"
নাকি চিনেও অচেনার মতো মুখ বেঁকিয়ে চলে যাবে ?
ভিক্ষার থলি হাতে যাই যদি তব দ্বারে,
দিবে কি কিছু মোর হাতে,
নাকি নিরাশ করে দিবে সরিয়ে ?
তমসাচ্ছন্ন রাতে ভীত চাতকের ন্যায় তব বাটীতে চাই যদি আশ্রয়,
স্থান দিবে কি থাকিবার তরে ,
নাকি তাড়িয়ে দিবে মোরে অচেনা বলে ?
সুতীব্র রৌদ্রে তৃষ্ণার্ত পথিকের বেশে যদি চাই একফোটা জল ,
দিবে কি মোরে বারি হেতা পানিবার তরে ,
নাকি চলে যেতে হবে আঁখি ছলছল করে ?
আসিবে কি মোর কফিনের পাশে মরিবার পরে
দেখিবার তরে শেষবার এই কুত্সিত মুখখানি ,
নাকি হাসিবে দূর হইতে দেখিয়া মোর কফিন খানি?
একবার হইলেও আসিবে কি মোর গোড়পাশে
হাতে নিয়ে ছোট্ট একখানি ঘাসফুল ,
নাকি পরলোকেও আর্জিবে শাস্তি বিধাতার কাছে নিমিত্ত সেই ভুল ?
২৫-০১-২০১৩
[{(যদিও আমার লেখা তারপরেও কেন জানি ভালো লাগে,
বারবার পড়ি অন্যদের কেমন লাগবে জানি না,
আমি থুরাই কেয়ার করি,
লেখি নিজ আনন্দে, পড়ি নিজ আনন্দে,
অন্যে আনন্দ পাইলে তাহা আমার সার্থকতা,
না পাইলে আমার ব্যার্থতা,
তাও আমি থুরাই কেয়ার করি)}]
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন