মধ্যবিত্য নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টারত ছাত্রদের খবর কেউ নেয় কি ?

লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ০৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৩২:০৮ রাত

মাসের শেষে নিজের পয়সায় চলা ছেলেরা দিনে একবেলা খায় অন্য বেলায় একটা লীফ আর এক লিটার পানি দিয়ে চালিয়ে দেয়।

সেই ছেলেদের খোজ কেউ নেয় না। তারা প্রেম করে না, করতে পারে না, কিভাবে করবে? হাতি পোষার সময় বা সামর্থ্য কোনটাই তার নাই। সারামাস টিউশনি আর জব তারপর তীর্থের কাকের মতো বসে থাকা - কখন বেতন আসবে? কখন মেসের ভাড়াটা দিবে? কখন ডাইনিং এর প্রাপ্য টাকাটা চোকাবে? ধার দেনা শোধ করে দেখা যায় মাসের ১০ তারিখ থেকেই দুর্দিন শুরু, ২০ তারিখ থেকে আবার ধার দেনা ২৫ তারিখ থেকে আবার একবেলা আহার।

এভাবেই চলে যায় এদের ছাত্রজীবন!!!!

এদের খোজ কেউ নেয় না, কেউ না, এই সমাজ এদের দেখে না। কিন্তু এরাই সমাজকে দিয়ে যায় সবচেয়ে বেশি।

বিষয়: বিবিধ

১১৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291258
০৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরেক দল যে মাসে মাসে মোবাইল ফোন এর মডেল চেঞ্জ করে তারাই এখন হিরো।
০৭ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
235660
শাহজাদা ইয়ামেন লিখেছেন : বাপের হোটেলে যাদের টাকা বেশি তারাই হিরো থাকে, কিন্তু পরে দেখা যায় কে আসল হিরো কে ঘোড়ার ডিম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File