মেয়েদের বুধি শুদ্ধি কি এমনিতেই কম নাকি তারা ভান করে কম ?

লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ৩০ অক্টোবর, ২০১৪, ১২:৩৯:৩৩ দুপুর

পিঠে CHE লেখা সামনে সে গ্যাভারার ছবি ওয়ালা টিশার্ট পইড়া হাটতেছি এমুন সময় এক মাইয়া লাফাইতে লাফাইতে আইয়া জিগাইলো, "ভাইয়া কি কেমিস্ট্রিতে পড়েন? আমিও " বইলাই সুন্দর কইরা একটা হাসি!

আমি কি কমু! মামনীয় স্পিকার হইয়া চাইয়া রইলাম, কইলাম "জ্বী না, আমি ইকনমিক্সে " মাইয়া এমুনভাবে তাকাইলো যেন আমার মাথায় গোটা কয় শিং গজাইছে (ভাবতেছি মাথায় হাত দিয়া চেক করমু কি না সত্য সত্যই শিং গজাইলো কিনা, গজাইলে গজাইতেও পারে যেভাবে তাকাইতেছে)

" ইয়ে আসলে পিছনে CHE লেখা দেইখা ভাবলাম কেমিস্ট্রিতে পড়েন। আপনি কেমিস্ট্রির গেঞ্জি পইড়া ঘুরেন কেন? "

"এইটা কেমিস্ট্রির টিশার্ট না (আবাল মাইয়া) সে গ্যাভারার নাম শুনো নাই? "

"না, তবে চে গুয়েভারার নাম শুনছিলাম, কোন জায়গার জানি প্রধান মন্ত্রী ছিলো "

এই অপমান চে গুয়েভারা! কোন জায়গার জানি প্রধানমন্ত্রী! এরপর আর এই মাইয়ার সাথে কথা বলা যায় না।

"শুনো মেয়ে, উনার নামের সঠিক উচ্চারণ হবে সে গ্যাভারা, আর উনি কোন জায়গারই প্রধানমন্ত্রী ছিলেন না, আর্জেন্টিনার বংশোদ্ভূত সোস্যালিস্ট বিপ্লবী, কিউবার বিপ্লবে ফিদেল ক্যাস্ট্রোর ডানহাত ছিলেন, আত্মদান করে গেছেন সাম্যের জন্য, বলিভিয়া বৈপ্লবিক কর্মকান্ডের জন্য ধরা পরেন ।পরে তাকে হত্যা করে আমেরিকার দালালেরা "

এরপর টা টা বাই বাই !!!!! মাইয়াটারে স্পিকার বানাইয়া লাফাইয়া লাফাইয়া চইলা আসলাম ।

বিঃদ্রঃ মাইয়াটা সুন্দ্রী ছেলু

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279633
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৯
তৃতীয় চোখ লিখেছেন : আপনি একটুও রোমান্টিক না । একটু বলতেই পারতেন কেমিস্ট্রতে পড়েন Cheer Cheer
৩১ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
223524
শাহজাদা ইয়ামেন লিখেছেন : কেমনে কই মিছা কথা যে সহজে আসে না । তার উপরে মাইয়া মানুষ Rolling on the Floor আর কেমেস্ট্রিতে পড়ি কইলেই কি আর এত্ত কাহিনী হইতো ?
279719
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হাহাহা পড়ে মজা পেলুম খুব। বেশী সুন্দরী মেয়েরা বোকা হয়।
৩১ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
223525
শাহজাদা ইয়ামেন লিখেছেন : একটা বেশি থাকলে অপরটার ঘাটতি থাকবেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File