মেসলাইফ ও বাড়িওয়ায়ালীর মেয়ে

লিখেছেন লিখেছেন শাহজাদা ইয়ামেন ২৩ অক্টোবর, ২০১৪, ০৭:৫৫:৪৫ সন্ধ্যা

ছাত্রজীবন আর মেসলাইফ/হললাইফ এক্সপেরিয়েন্স নাই এমন দুর্ভাগা আর কেউ নাই । স্টুডেন্টলাইফের মূল মজাই হলো এইটা । ইন্টারমিডিয়েট থেকে মেস, হোস্টেল, হল ঘুরে বেড়াচ্ছি । এমসি কলেজের হোস্টেলে দুইবছর ছাড়া স্থায়ীভাবে কোন হলে থাকা হয় নি । বাকি সময়ের বেশিরভাগই কেটেছে মেসে মেসে । বালুচর, টিবি গেট, টিল্লাগর, মেজরটিলা, চামেলীবাগ, লামাপাড়া, শিবগঞ্জ, মেন্দিবাগ, পাঠানটুলা, মদিনামার্কেট, সুরমা নানা জায়গায় মেস পাল্টাইছি । ২০১২ ডিসেম্বর থেকে ২০১৩ জানুয়ারি দুই মাস ছিলাম মেসহীন হিমুটাইপ । পিঠে একখান বিশাল ব্যাগ, ব্যাগে সকল কাপড় চোপড় নিয়ে হাটা, সারাদিন হাটা । যেখানে রাত সেখানেই কাত টাইপ, সিলেটের প্রায় মোটামুটি চল্লিশ পঞ্চাশটা মসজিদে তো রাত কাটাইছিই ।

তো যাক মেস লাইফের কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পরলো, সময়টা ভর্তি পরীক্ষার সময় নভেম্বর মাসের প্রথম দিক, শিবগঞ্জের এক মেসে থাকি । পড়াশুনা তো আর হয় না, সারারাত কার্ড ফার্ড খেলে সকাল ছয়টার দিকে ঘুমাইতে গেছি লুংগী পইড়াই । সামান্য ঠান্ডা ঠান্ডা ছিলো খেতাটা যে কই আছে খিয়াল করি নাই! ঘুমাইয়া ঘুমাইয়া সবে মাত্র এঞ্জেলিনা জোলিরে নিয়া একটা লুমান্টিক স্বপ্ন দেখা শুরু করছি ইমুন টাইমে হঠাৎ রুমে নারী কন্ঠের হাসি শুনিয়া কাঁপিয়া উঠলাম । আজীব আমার রুমে মাইয়া ! বাসায় মালিক চাচা উঠার সময়ই বিরাট হুমকি দিছিলো, "দেখো মিয়া ফুরিন লইয়া মেসো আইলে উস্টা মাইরা বাইর করি দিমু কইলাম, বুজিয়া হুনিয়া চইলো ।"

প্রথমে ভাবলাম স্বপ্নেই বুঝি হাসি আসতেছে কিন্তু হাসি দেখি থামে না ! লাফাইয়া উঠলাম, উঠিয়া দেখি চাচার বউ আর মাইয়া আইছে ভাড়া নেওয়ার জন্য । তো হাসলো কেন? এখানে হাসির কি আছে ? একটা মানুষ সকাল নয়টা পর্যন্ত ঘুমাইতেই পারে ! তাই বইলা হাসতে হবে ? হঠাৎ টের পাইলাম দেহের নিন্ম প্রদেশে অতিরিক্ত ঠান্ডা ঠাণ্ডা লাগিতেছে ! ভয়ে ভয়ে নিচে তাকাইয়া দেখি নাই, হায় হায় আমার লুঙ্গি নাই :( ! চাচিজান কুনুমতে হাসিয়া হাসিয়া কইলা "আব্বাজান তুমার তফন (লুঙ্গি) খান ফিন্দ বা দেখাযার ! " আর চাচির সুন্দ্রি মাইয়া হাসি থামাইতেই পারতেচে না । আহা মাইয়ারা এত্ত নিষ্ঠুর কেনো হয় ?

আগেতো আমি মানুষরে জ্ঞান দেবার চেষ্টা করতাম ওইদিন চাচার মাইয়া জ্ঞান দিয়া গেলো, "ভাইয়া ঘুমানোর সময় লুঙ্গিটার নিচের দিকেও একটা গিট্টু দিবেন তাইলে আর এইরকম বেইজ্জত হইতে হইবো না । হি হি হি হি হি " এরপর থিকা যে সময়ই আমারে মাইয়াডা দেখছে ঐসময়ই ঘারটা বাকাইয়া এমুনভাবে তাকাইয়া হাসছে লাজ লজ্জা থাকলে আমি হয়তো সুইসাইডই খাইয়া ফেলতাম । একদিন আবার দেখি তার কলেজ পড়ুয়া কয়েকজন বান্ধবীও আসছে । ওরা সবাই মিলে চোখ কুচকে আমার দিকে তাকিয়ে হাসছে ! এরপরেই সিদ্ধান্ত, "ওকে আর না, অনেক হইছে, এই মাসেই মেস ছাইড়া দিমু ।" এবং ছাইড়া দিছিলামও । অবশ্য পরে মেয়েটার জন্য মন খারাপ লাগতেছিলো । আজ হঠাত রাস্তায় দেখা ভর্তি প্রিপারেশন নিতেছে, কোচিং থেকে আসছিলো । আমাকে ডেকে নিয়ে লাজুক লাজুকভাবে বললো, "ভাইয়া কি এখনো লুঙ্গি পরে ঘুমান? " বলেই কি হাসি ! হঠাত মনে হলো মেয়েটা খারাপ ছিলো না । এভাবে রাগ করে চলে না এলেও পারতাম ।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277566
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : "ভাইয়া ঘুমানোর সময় লুঙ্গিটার নিচের দিকেও একটা গিট্টু দিবেন তাইলে আর এইরকম বেইজ্জত হইতে হইবো না । হি হি হি হি হি Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Happy) Happy) Happy) Happy) Unlucky Unlucky Unlucky
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৯
221767
শাহজাদা ইয়ামেন লিখেছেন : Waiting Waiting Waiting Waiting Waiting
277567
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৩
সুশীল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩০
221768
শাহজাদা ইয়ামেন লিখেছেন : Winking) Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File