ফিরে পাওয়া
লিখেছেন লিখেছেন আজ কিছু ০৩ মে, ২০১৪, ০৪:৫৫:৫০ রাত
এইতো সেদিনও নিজেকে নিয়ে কখনো ভাবতাম না ।সোজা কথায় ভাবার চেষ্টা করতাম না । কিন্ত এখন #কেন_জানি নিজেকে নিয়ে অনেক চিন্তা হয় ।আমি যেমন অনেককে নিয়ে অনেক কিছু ভাবি ঠিক তেমনি #_আমার_কাছের_মানুষগুলোওতো আমাকে নিয়ে ভাবে হয়ত আমার মত করে । আমি যেমন #_তাদের_উপর_নির্ভর করি তাদের কথা চিন্তা করি তারাও ঠিক তেমন । হয়ত আমি যা ভাবি তারাও ঠিক তেমন কিন্তু #উভয়ই_কেউ_কাউকে_বলতে পারি না । নিজের কথা ভাবতে পারায় আজ খুব ভালো লাগছে ।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন