বাড়ি আসার পর নানান কারনে মন মেজাজ খারাপ হয় ।

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ০৩ মে, ২০১৪, ০৫:৫৬:৫৬ সকাল

বাড়ি আসার পর নানান কারনে মন

মেজাজ খারাপ হয় ।

বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট

নিয়ে যেই একটু রাস্তায় বের হই,

সাথে সাথেই খবর পাই-অমুকের

ছেলে প্রেম করেছে এখন

বাবা মা মানতে চায় না, অমুকের

বোন তো এখনও স্কুল ছাড়ার আগেই

তামাম দুনিয়ার

ছেলে পেলে নিয়ে এলাকার

বারটা বাজিয়ে দিচ্ছে, অমুক

তার বউকে তালাক

দিয়ে একটা বিয়ে করেছে সেই

বউ আবার তার

ছেলে নিয়ে পালিয়েছে...

এমন কিছু সেমি প্যারানরমাল

একটিভিটির কথা সচরাচর

আমরা শুনে থাকি । আমরা সকলেই

রবীন্দ্রনাথের ব্যাবহার করা 'তের

চৌদ্দ বছরের বালাই' ফ্রেসটার

সাথে পরিচিত । এই

সময়টাতে ছেলেমেয়েদের

শারীরিক এবং মানসিক বিভিন্ন

দিকের পরিবর্তন ঘটে । এই

সময়টাতে একজন কিশোর

কিংবা কিশোরী কি ধরনের

পরিবেশ কিংবা মেন্টাল

সাপোর্ট পাচ্ছে এর উপর নির্ভর

করে তার সামনের কিছু সেশন

কেমন কাটবে ।

অনেক

পরিবারে দেখেছি সমাজের মত

পিতামাতারাও তাদের

সন্তানদের এই সময়টাকে সেরফ

'তের চৌদ্দ বছরের বালাই'

মনে করে । ছেলে মেয়ে কার

সাথে মোবাইলে কথা বলছে,

কার সাথে ঘোরাঘোরি করছে,

রুমে বসে একা একা কি করছে কিংবা কেনই

বা অযথা বাথরুমে সময়

কাটাচ্ছে এটা কি মাথা ঘামায়

না ।

অথচ এই

সময়টাতে ফ্যামিলি সাপোর্টটা খুবই

ভাইটাল ব্যাপার । এমনও

দেখেছি বাবা মা ইভেন

সন্তানদের সাথে ভালোবাসার

ভাষায় কথা অব্দি বলে না, কথায়

কথায় ঝারি আর বকাঝকা করে ।

পরবর্তীতে এই একই আচরণ

তারা পিতামাতাকে ফিরিয়ে দেয়

। আর বাবা মা নিজেদের ভুলের

কথা বিস্মৃত হয়ে কান্নায় বুক

ফাটায় । ভুলে যায় এমন ঝাঁঝাল

কণ্ঠে কথা বলা তারাই

সন্তানদেরকে শিখিয়েছিলেন ।

আপনি যদি আপনার ছেলে মেয়ের

সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়বেন না,

তাদের গুড ডে ব্যাড

ডে’তে সমানভাবে তাদের

সাথে থাকবেন

না তাহলে আপনাকে তো ভবিষ্যতে সন্তানদের

কাছ থেকে অনেক তিক্ত

অভিজ্ঞতার জন্য অপেক্ষা করতেই

হবে ।

ছেলের বিয়ে নিয়ে ভাববার

আগেই ছেলের বউ, মেয়ের

বিয়ে দেবার আগেই তার

সন্তানের খবর কিংবা হঠাৎ করেই

ব্রিলিয়ান্ট

ছেলেটাকে ড্রাগের

কবলে পড়তে দেখতে না চান

তাহলে তাদেরকে সেভাবেই

গড়ে তোলার উদ্যোগ হাতে নিন ।

আপনার একটা সুসন্তান

আপনাকে জান্নাতে নেবার জন্য

যথেষ্ট, আর একটা কুসন্তান আপনার

দুনিয়া এবং আখিরাত দুই

জায়গাতেই ভোগান্তির কারন

হতে পারে ।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216760
০৩ মে ২০১৪ সকাল ০৭:২২
হতভাগা লিখেছেন : সব তো অমুক , তমুকের । আপনার গুলা ঠিক আছে তো ?

Charity begins at home


(ব্লগে ঢুকেই এরকম পদ্যমার্কা গদ্য পোস্ট দেখে আমারও মেজাজ খারাপ হয়ে গেছে )
216799
০৩ মে ২০১৪ সকাল ১০:২৬
মারুফ_রুসাফি লিখেছেন : আপনার মেজাজ খারাপ হওয়া বা না হওয়াতে আমার কোন যায় আসেনা।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File