এটা আবার কেমন ধরনের বিজ্ঞাপন?

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৫:৩১ রাত

গত কিছুদিন আগেও একটি বিজ্ঞাপন দেখেছি তাতে দেখানো হয়েছে।

একজন প্রেমিক তার প্রেমিকার জন্য

সুন্দর করে একটা ঘর সাজালো। শুধু

মোমের আলো জ্বলছে। হঠাৎ তার

প্রেমিকা আসলো। মেয়েটি ফুঁ

দিয়ে মোমগুলো নিবিয়ে দিল।

তারপর - -

তারপর আর কী লিভ টুগেদার।

বাহ্ ব্যাপারটা কত দারুন। তারপর

সকাল হলো। মেয়েটা রেগে আছে,

ছেলেটার কোন কথায় শুনছে না। গত

রাতের ব্যাপারের জন্য মেয়েটার

রাগ হচ্ছে।

তারপর এক ডাক্তার

মহিলাকে দেখানো হলো।

তিনি বলছে -

"যৌবন কালে এমন ভুল হতেই পারে। আর

তার জন্য

তৈরি হয়েছে ইমার্জেন্সি কন্টেসেপটিভ

পিল " পিউলি "। ৫ দিনের ভেতর

খেয়ে নিলেই আর কোন

ঝুঁকি থাকবে না।

এটা একটা টিভিতে দেখানো বিজ্ঞাপন।

আমি হাইলাইট করছি এই লাইন কে "যৌবন

কালে এমন ভুল হতেই পারে! "

এ কথার মানেটা কী? এই ধরনের

টিভি বিজ্ঞাপন

গুলোতে কী আমাদের যুব

সমাজকে এসব করার জন্য

আগ্রহী করছে? নাকি এই

বিজ্ঞাপনের

মাধ্যমে বুঝাচ্ছে যে এ সকল

স্বাভাবিক বিষয়। লিভ টুগেদারের

পর পিল খেয়ে নিলেই

ব্যাপারটা মিটে গেল?

আমার কথা হলো যে, যদি দাম্পত্য

জীবনের জন্য এ পিল প্রয়োজনীয়

হয়ে থাকে তাহলে তো অনেক

স্বাস্থ্য কেন্দ্র আছে তারাই

পরামর্শ দিতে পারে। টিভিতে এত

ঘটা করে বিজ্ঞাাপন দেওয়ার

কী দরকার? আপনারা কী মনে করেন?

এতে আমাদের উপকার

হচ্ছে নাকি আমাদের যুব সমাজ

আরো খারাপ কাজের দিকে ধাবিত

হচ্ছে।

আমি এ বিজ্ঞাপনের

বিরুদ্ধে তীব্র নিন্দা ও

প্রতিবাদ জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১৬০৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304529
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ব্লগে হাউমাউ করে কি কাজ? তালেবান স্টাইলে পাথ্থর নিক্ষেপ করে সব কতল করে দেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪৩
246323
ভোলার পোলা লিখেছেন : ভালো লাগলো পড়ে মন্তব্য করার জন্য .
কিন্তু আমার একার পক্ষে কি তা সম্ভব ?
304535
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১৯
246346
ভোলার পোলা লিখেছেন : ভালো লাগলো পড়ে মন্তব্য করার জন্য
304536
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমিও এ বিজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২০
246347
ভোলার পোলা লিখেছেন : ওয়ালাইকুম সালাম.

পড়ার জন্য শুকরিয়া ভাই
304545
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৯
কাহাফ লিখেছেন :
অনৈতিকতা আর অবাধ যৌনতার খেলা ছড়িয়ে দিতেই এমন সব আয়োজন!
তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি আমরাও!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২২
246348
ভোলার পোলা লিখেছেন : একমত হোয়ার জন্য অসংখ ধন্যবাদ
304578
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশ কোথায় যাচ্ছে!!!
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৭
246382
ভোলার পোলা লিখেছেন : সেই একই প্রশ্ন সবার কিন্তু উত্তর নাই ..
304585
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন : মেয়েটা যে রাগ করেছে সেটা তো ছেলেটার জন্য ভাল হয়েছে ! ধর্ষনের মামলা দিয়ে দিলে ছেলেটাকে ১৪ শিকের ভেতর ঢুকতে হত ।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৭
246417
ভোলার পোলা লিখেছেন : না তা তো করবে না এটা তো তাদের পেশা
304736
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File