একটি ছোট্ট গল্প
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১৬:১৪ রাত
একটি ছোট্ট গল্প
১৪ ই ফেব্রুয়ারি,২০...।
নারিকন্ঠ- প্রিযতম আজকে ভ্যলেন্টাইন ডে। চল আমাদের ভালবাসা কে পুর্নতা দিই বিয়ে করে নিই।
নরকন্ঠ- কিন্তু অামার আয় যে বেশি না। তোমার-আমার পরিবার রাজি না হওয়া পর্যন্ত....
নারিকন্ঠ- কিছুই চাইনা আমার শুধু ভালবাসা চাই।
১৪ ই মার্চ,২০...
নারিকন্ঠ- একমাস বন্ধুর বাড়িতে রেখে আজকে এই কি বাসায় আনলে তুমি। এটা থাকার ঘর না স্টোর রুম??
নরকন্ঠ- কি করব বল? আমার ইনকামে এর চেয়ে ভাল বাসা ভাড়া পাওয়া তো সম্ভব নয়।
নারিকন্ঠ- হুম! আমি বুঝিনা একটা আস্ত কিপটা তুমি। আমার বাবার ফ্ল্যাট এর একটা রুম ও এর থেকে বড়।
১৪ ই এপ্রিল, ২০....
নারিকন্ঠ- এই কি একটা বাসা! একটু ভাল করে বসারও উপায় নাই। একটা নতুন বাসা খুজতে বলেছিলাম তোমাকে সেটাও করলা না।
নরকন্ঠ- কি করব বল এর চেয়ে ভাল বাসা নিতে যে অনেক বেশি খরচ।
নারি কন্ঠ- একটা ভাল বাসা নেওয়ার মুরোদ নাই বিয়ে করছিলা কেনো?
১৪ ই মে ২০....
নর আইডি থেকে ফেসবুক স্ট্যাটাস
"আগে ভাল বাসা নিন তারপর ভালবাসার কথা চিন্তা করুন"
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
আবেগ দিয়ে সমস্যা সৃষ্টি হয় সমাধান হয়না।
মোহ কেই ভালবাসার প্রলেপ মাখিয়ে উপস্হাপন করে কেউ কেউ! সময়ের প্রয়োজনে তা উঠে যায় একেবারেই!
ভাল লাগল উপস্হাপনা!!
মোহের ফাঁদে আমরা প্রকৃত ভালবাসাকে হারাই।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ বহুদিন পর ব্লগে মন্তব্য করার জন্য।
মেয়েদের ভালবাসা ছেলেদের টাকা পয়সা ও সম্পত্তির সমানুপাতিক
যখন দেখবে যে আর খসানো সম্ভব না তখন কোন না কোন ব্লেইম দিয়ে কেটে পড়বে
ভালবাসার জন্য ছেলেরা মেয়েদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে , মেয়েরা ছেলেদের মত এরকম বলদামী করে না ।
-পাখিরা এমনই হয়।
মেয়েদের ভালবাসা ছেলেদের টাকা পয়সা ও সম্পত্তির সমানুপাতিক।
- তথাস্তু!
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ!
এখন দেহের মোহকেই অনেকে ভালবাসা নাম দেয়।
ধন্যবাদ
যদি না দেন জোরে গিট
সইরা পড়বে মাইরা ইট?
মন্তব্য করতে লগইন করুন