আমরা সবাই কি একা????
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২২ জানুয়ারি, ২০১৫, ০২:১০:৩৫ দুপুর
আজ একটি গুরুত্ব পুর্ন বিষয় নিয়ে লিখবো আশা করি সাথে থাকবেন।
আচ্ছা দরুন একটি দ্বীপ এই দ্বীপের মাঝে একটি বাজার আর বাজারে ১০ টি দোকান।
দ্বীপের মানুষ এর সকল চাহিদা এই বাজার থেকেই পুরন করতে হয়।
এ ছাড়া তাদের আর কোন উপায় নাই বা অন্য কোন মাধ্যম নাই। গতকাল ও যে চাল ১৫ টাকা ছিলো আজ তারা সব দোকানদার মিলে তা ২০ টাকা করে ফেলেছে। ক্রেতা এই দোকানে ২০ টাকা শুনে অন্য দোকানে যায় সেখানেও একই দাম। আবার আরেকটি দোকানে তাও একই দাম। বাধ্য হয়ে ২০ টাকা করেই তাদের চাল কিনতে হচ্ছে। যেহেতু তাদের আর কোন মাধ্যম নেই।
এবার আসুন বাংলাদেশ একটি দ্বীপ।
আর আমরা সবাই দোকানদার আর চাকরির বিজ্ঞপ্তি যারা দেয় সরকার সহ তারা ক্রেতা।
তাদের মধ্যে ধরেন আর্মিতে বা পুলিশ এ ১০ হাজার লোক নিবে আমরা সেখানে চাকরি নিতে যাচ্ছি তাদের কিন্তু লোক দরকার আগের কাহিনির ক্রেতার মতো এখন আমরা যদি সবাই এক হয়ে কেউ ঘুস না দেই। অর্থাৎ আমরা কেউ টাকা না দিয়ে চাকরি চাই তাহলে তারা ও তো প্রথম গল্পের ক্রেতার মতো লোক তো নিতেই হবে? তাই না? জানি না কখনো তা হবে কি না।
তিন নাম্বার কথা
কিছুক্ষণ আগে এক ভাই গল্প করেছে তার এক আত্মীয় ৫ লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নিয়েছে।
সেটা শুনে ভাবছি!!!
রবি ইনটারনেটে এর একটি এড দেয়
আমি একা সে একা তিনি একা!
আমরা সবাই মিলে কি একা???
জানি না তার উত্তর এই দেশে আছে কি না।
তবে আমরা সবাই চাইলে এই সমাজ টাকে পরিবর্তন করতে পারি।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন