যাদুকরেরা যাদু কিভাবে করে? Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ২২ জানুয়ারি, ২০১৫, ১১:০৮:০৫ সকাল

যাদুকরেরা যাদু কিভাবে করে?



যাদুকরেরা বিভিন্ন মন্ত্র, সংখ্যা, দুর্বোধ্য লেখা, কখনোবা কুরানের আয়াতের অংশ দিয়ে শয়তান কাফের জিনদের সাথে যোগাযোগ করে। ঐ দুর্বোধ্য লেখাগুলোতে মারাত্মক রকমের শিরকি ও কুফুরী কথাবার্তা লেখা থাকে, আর মানুষ শিরক কুফর করে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলে শয়তান জিনেরা খুশি হয়।

কারণ, শয়তান জিনেরা ইবলিসের অনুসারী, আর ইবলিস ও তার অনুসারীদের সাথে আদম (আঃ) ও তার সন্তানদের চিরদিনের শত্রুতা, যেইদিন থেকে আদম (আঃ) কে সেজদা করতে অবাধ্য হয়ে ইবলিস কাফের ও চিরঅভিশপ্ত হয়েছে। তাই, শিরক ও কুফর করে কোন মানুষ কাফের হয়ে গেলে, ইবলিস ও তার অনুসারীরা তাকে সাহায্য করে, এই সাহায্যের একটা অংশ হচ্ছে “যাদু”, যা আসলে জিনেরা বিভিন্ন কাজ করে মানুষের উপর প্রভাব বিস্তার করে।



ছবি পরিচিতিঃ পোস্টের ছবিটা আসলে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য “যাদুর তাবীজ” এর ছবি, যা একজন রোগীকে রুকিয়া (শরীয়ত সম্মত ঝাড়ফুক) করার সময় জিন স্বীকার করে “যাদুর তাবীজ” কোথায় রাখা আছে বলে দেয়।



বক্স ১ – কুরানের একটা আয়াতের কিছু অংশ নেওয়া হয়েছেঃ

“অতঃপর আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি”।

সুরা আল-মায়েদাঃ ১৪।



বক্স ২ – যাদের উপর যাদু করা হয়েছে তাদের নাম

বাকি আকাউকিগুলো আসলে বিভিন্ন মন্ত্র ও নাম্বার যার মাধ্যমে জিনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আউযুবিল্লাহ, এর মাঝে শিরক ও কুফর রয়েছে।



এইজন্য, যাদু যে করে, যাদু যে করায় – উভয়েই কাফের ও মুর্তাদ হয়ে যায়। ইসলামে যাদুকরের শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলা।

_________>

সংগ্রিহীত, সবার উপকার হবে ভেবে দিয়েছি Day Dreaming আমাকে আবার যাদুকর ভাববেন না Day Dreaming তবে পরী ধরার ইচ্ছা প্রবল I Don't Want To See Love Struck

বিষয়: বিবিধ

২৯১০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301227
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়ে ব্লগার নজরুল ইসলাম টিপু ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন।
এই যাদুকররা সমাজের শত্রু।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৫
243672
ছালসাবিল লিখেছেন : Love Struck নজরুল ইসলাম টিপু ভাই কে আমি চিনি না। আপনাকে অনেননননেক ধন্যবাদ ভাইয়া Love Struck
301228
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
আবু জান্নাত লিখেছেন : সুন্দর লিখেছেন, অনেক ধন্যবাদ।
কিন্তু পরী দিয়ে কি করবেন? পরী কারা ? তাদের সম্পর্কে একটু বলুন।
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৬
243673
ছালসাবিল লিখেছেন : পরী মানে কল্পনার পরী না এই পরী মানে ইয়ে মানে ইয়ে পরী Love Struck আওলাদ আনার জন্য যেই পরী Tongue
আপনাকে অনেনেনেনেনক ধন্যবাদ ভাইয়া Love Struck Day Dreaming
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৪
243678
হতভাগা লিখেছেন : উনার ''মিশন - মুক্তিযুদ্ধের কন্যা '' এখনও পেন্ডিং অবস্থায় আছে
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৫
243679
ছালসাবিল লিখেছেন : Tongue Love Struck রাইট বোলেছেন হতভাগা ভাইয়া Love Struck
301232
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : সাময়িক লাভের জন্য যারা কুফরীকে বেছে নেয় তাদের উপর আল্লাহর লানত।

আপনি খুব সুন্দর যুক্তি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৬
243680
ছালসাবিল লিখেছেন : আপনাকেও অনেননননননেক ধন্যবাদ ভাইয়া Love Struck Day Dreaming
301233
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৮
কাহাফ লিখেছেন :
যাদু এবং এর কার্য্যকারীতা অস্বীকার করার নয়!
সাধারণ ভাবে খারাপ উদ্দেশ্য সাধনেই এর বহুল ব্যবহার!ব্যতিক্রমও আছে!
'যাদু করা ও করানো' ব্যক্তিদ্বয় সম্পর্কে এভাবে এক সাথে হুকুম বর্ণনা করা সঠিক হয়নি !

'পরী'রা ছলনাময়ীই হয় বেশী!এদের থেকে যত দূরে থাকবেন ততই শান্তিতে আছেন মনে করবেন!!
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
243681
ছালসাবিল লিখেছেন : যাদু পুরটাই নিষিদ্ধ। রসুল (সা) এটাকে হারাম করেছেন। ভালো যাদু বা খারাপ যাদু উভয়েই একই আদেশ। Day Dreaming

আপনাকে অনেননননেক ধন্যবাদ ভাইয়া Love Struck
ছলনামী কেই চাই Tongue
301240
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : সূরা ফালাক্ব ও সুরা নাস পড়ে নিলে এসব জাদুর প্রভাব সরে যায়।
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৮
243682
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আমি নিয়মিত পড়ি সকাল ও সন্ধায়।
Love Struck Day Dreaming
আপনাকে অনেনননেক ধন্যবাদ Love Struck
301241
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৮
পুস্পগন্ধা লিখেছেন :
অনেক দিন পর এলেন মনে হয়!!! পরী ধরতে গিয়েছিলেন নাকি? Tongue

পরী ধরার জন্য উড়া উড়ি করতে থাকেন আশা করি খুব শীঘ্রই পরী পেয়ে যাবেন ইনশাআল্লাহ.. Good Luck

২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫০
243683
ছালসাবিল লিখেছেন : আপনিতো পরী দিতে চেয়ে আর দিলেন না Worried আমি কোথায় খুজে পাবো Crying
এখনকার সময় পরী খুজে পাওয়াও দুঃস্কর। পরীতে ফরমালীন দেয়া Smug

পরী ধরতে উড়তে হয় Surprised আমার পাখা নেই Tongue Rolling Eyes আমার ডানাকাটা পরী চাইইইই্ চাই Love Struck
301244
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৬
অনেক পথ বাকি লিখেছেন : আমি যাদুকর হতে চাই।
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৭
243696
ছালসাবিল লিখেছেন : মুসলিম হোলে আশা পুরণ হবে না Love Struck তবে অমুসলিম হোলে নো প্রবলেম Tongue

আপনাকে অনেনেনেনেক ধন্যবাদ Happy
301246
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩২
আলআমিন লিখেছেন : ভালো হইছে
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৯
243697
ছালসাবিল লিখেছেন : ওয়াও ভাইয়া থ্যাংক U Love Struck
301259
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : এভাবে নক্সা দেয়া ঠিক হয়নি, যার নিয়ত ভালো না তার দ্বারা অপ-প্রয়োগ হতে পারে। যাদু করার মত যাদু বিদ্যা শেখাও কুফরী।
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০০
243698
ছালসাবিল লিখেছেন : এটি দিলাম উদাহরণ হিসেবে। :( যে করবে সে তো মুসলিম থেকে বহির্ভুত। তবে অমুসলিমদের নিয়ে প্রবলেম হবে মোনে হচ্ছে Worried ওদের তো কোন সমস্যা নাই Smug

আপনাকে অনেনেনেনেক ধন্যবাদ Love Struck
১০
301280
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : আমার ডানাকাটা পরী চাইইইই্ চা
অনেক ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৮
243802
ছালসাবিল লিখেছেন : চা Surprised Smug
১১
301297
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
আফরা লিখেছেন : আমি একটা যাদু জানি ------

আমার জানা নানা রকম ফুস মন্তর ফুসে ---

আগুন জ্বলে কাঠ কয়লা তুষে----

আর পাথর গলে হয় তোনা পানি -----

আমি যাদু জানি ।

২৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৯
243803
ছালসাবিল লিখেছেন : আমি যাদু জানা কাউকে নিতে পারবো না Smug যাদু ভুললে তার পর নিবো Love Struck Tongue
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
243841
আফরা লিখেছেন : ওকে ছোট ভাইয়া নিবেন যখন এসব বিষয়ে আর কোন কথা বলবেন না ছোট ভাইয়া ।
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৪
243954
ছালসাবিল লিখেছেন : ওককককে রড়ডাক্তার আপপু Love Struck
১২
301302
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। মাশাল্লাহ সুন্দর ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ লিখা। পাঠকগণ লিখাটি পড়ে উপকৃত হবেন আশাকরি। জাজাকাল্লাহু খাইর।
২৩ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২০
243804
ছালসাবিল লিখেছেন : জাজাকাল্লাহ আপপু, Day Dreaming
আপনাকে অনেনননননেক ধন্যবাদ Love Struck
১৩
311297
২৭ মার্চ ২০১৫ সকাল ০৬:১৭
আশাবাদী যুবক লিখেছেন : পোস্টের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File