Cheer Cheer রোজ তোকে স্মরন করছি Cheer Cheer

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২২ জানুয়ারি, ২০১৫, ১১:০০:৫২ সকাল

বহুকাল বাদে আজ

তোকে স্মরন করছি

তুই কি মাঝে-মাঝে আমাকে স্মরন করিস?

রাশিফলে বিশ্বাস নেই আমার

জানি তোরও ছিল না।

তবু তুই ঠাট্টা করে বলতি

তোর রাশি কাঠখোট্টা

আমাকে তুই মনে রাখবি না।

এতকাল মনে রাখিনি তোকে ঠিকই

কিন্তু তুইও কি মনে রেখেছিস আমাকে?

সমস্ত স্বার্থপরতার বোঝাটা

আমার উপর চাপিয়ে

ভালই তো আছিস।

হ্যা এবার তোকে যে রোজ স্মরন করি

সেটা আমার ফেসবুক স্টাটাসে বলেছি

তুই চ্যাট করতে বসে

আমায় স্মরন করিস

আমি অনলাইনেই থাকব।

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301234
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২০
কাহাফ লিখেছেন :
"সমস্ত স্বার্থপরতার বোঝাটা

আমার উপর চাপিয়ে

ভালই তো আছিস।"

১০০০০০০০০%সহমত.......
301242
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন : পুরনো প্রেম মনে পড়ে বেশী
301252
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : আহারে আহারে আহারে Sad Sad
301298
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
আফরা লিখেছেন : ধন্যবাদ ------

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File