ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে!!!!! কি কারনে? এর প্রতিকার কি?
লিখেছেন লিখেছেন ভোলার পোলা ২৭ অক্টোবর, ২০১৪, ০৯:১০:৩৭ সকাল
গতকাল ও পত্রিকায় দেখলাম "কলেজ ছাত্রী ধর্ষিত "
ধর্ষণ বর্তমানে আমাদের সমাজে এক চরমতম
সংকট ও মারাত্মক আতংক।যারা নিয়মিত
পত্রিকা পড়ে তাদের কাছে ধর্ষণ
শব্দটা বেশি পরিচিত।
বর্তমানে পত্রিকা হাতে নিলে দেখা যায়
এমন কোন দিন বাদ নেই যে, ধর্ষণের খবর
আসে না। পত্রিকার খবর ছাড়াও দেশের
আনাচে কানাচে কত নারী যে ধর্ষণের
শিকার হচ্ছে তার কোন হিসেব নেই।
বর্তমানে ধর্ষণ অস্বাভাবিক
হারে বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে, নগ্নতা,
অশ্লীল ছায়াছবি প্রদর্শন, ব্লু-ফিল্ম, অশ্লীল
ছবি সম্বলিত যৌন উত্তেজক অবৈধ পত্র
পত্রিকা ও চলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য উপস্থাপন
করার ফলে আজ যুব সমাজের মধ্যে দিন দিন
ধর্ষণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।এই ভয়ানক সংকট
থেকে বের
হয়ে আসতে হলে সরকারকে সুস্থ কর্মসংস্থানের
সুযোগ বৃদ্ধি করতেই হবে।
আইনের ব্যবহার নিশ্চিত করতে হবে।
ইসলামের পথে চলতে হবে।
সঠিক সময়ে বিবাহ নিশ্চিত করতে হবে।
মিডিয়ার অশ্লীল দৃশ্য প্রদর্শনী বন্ধ করতে হবে।
মেয়েদের আরো সচেতন হতে হবে।
আর সর্বশেষ আমাদের
নাগরিকদের প্রতি মূহুর্তে এই অপরাধের
বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি ভালো লাগেছে।
শুভকামনা রইলো।
আর এই সমস্যা দিন দিন বাড়ছেই।
মন্তব্য করতে লগইন করুন