অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিপ্লবী হওয়া যায় না
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৭ অক্টোবর, ২০১৪, ০৯:০৩:০৩ সকাল
কোন বিপ্লবীরই চাকরী করা উচিত না। কারন চাকরী বিপ্লবীর দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রন করে। অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিপ্লবী হওয়া যায় না। প্রতিবাদী হওয়া যায় না। উর্ধ্বতন চিঠি সার্কুলারের জন্যেও একই কথা। বিপ্লবীর পড়ার রুটিন, দৈনন্দিন কাজের রুটিনও যদি দল/প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করে এবং সামাজিক কাজ রাজনৈতিক কাজের রুটিন ও কৌশল যদি দল নিয়ন্ত্রন করে তবে বিপ্লবীর কাজ টা কি?
বিপ্লবীদের আনুগত্য করার মধ্যেই মুক্তি। পরামর্শ ফোরাম তৈরী হবে বিপ্লবীকে ঘিরে। চেয়ার কারো সম্মান বাড়ায় আর কেহ চেয়ারে বসলে চেয়ারের সম্মান বাড়ে। শেষের জন বিপ্লবী কিছুটা। সমাজের চলমান দৃষ্টিভঙ্গীর ভিতরে লড়াই করে বিপ্লবীকে জায়গা করে নিতে হয়। বিপ্লব বিপ্লবই।সত্য মেনে নিয়মকে অনিয়ম অনিয়মকে নিয়ম বানানোই বিপ্লবীর কাজ। এতে চোখরাঙ্গানীর ধারধারেনা বিপ্লবী। দর্শনের বিকলাঙ্গরা নতুন বিপ্লবী চিনতে পারেনা।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সত্য মেনে নিয়মকে অনিয়ম,অনিয়মকে নিয়ম বানানোই বিপ্লবীর কাজ।"
বর্তমান সামাজিক অবস্হায় এমন বিপ্লবীদেরই প্রয়োজন।
অনেক ধন্যবাদ আপনাকে.....
দারুন কমেন্ট। এটি হাজারো কথার মুল কথা। প্রথমত অশিক্ষিত লোকেরা রাজনীতির সক্স্রীয় কমী হওয়া উচিত নয়। িদ্বতীয়ত: স্বার্থপর, লেজী, দর্শনহীন লোকগুলো নেতা হওয়া উচিত নয়। এটি যে দলের জন্য কতবড় ক্ষতিকর তা হাড়ে হাড়ে দেখেছি ও টের পেয়েছি।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন