কাকে দায়ী করবেন লঞ্চ ডুবিতে.........................

লিখেছেন লিখেছেন ভোলার পোলা ০৫ আগস্ট, ২০১৪, ১০:৫৭:৩৩ রাত

পুরনো বাংলা মুভি গুলোতে প্রায় ই

দেখা যেত প্রেমে ধরা পড়ার পর

নায়িকার বাবা নায়কের দিকে বন্দুক

তাক করে রাখেন। "রাজু কে মারার

আগে আমাকে মারেন, কারন আমি রাজু

কে ভালবাসি আমি দায়ি"

বলে নায়িকা নায়কের সামনে যায়। তার

পরও শেষ না, নায়িকার ছুটো ভাই-বোন্

থাকলে ওরা ও নিজের

দায়বদ্দতা বলে সামনে এসে আগে মারার

জন্য বলে।

বাবা তখন নিরুপায় হয়ে প্রেম

মেনে নেন।

.

.

.

.

পদ্মায় লঞ্চ ডুবি হয়েছে, অসংখ্য মানুষ

নিহত হয়েছে। কে কাকে দুস দিবে সেই

প্রতিযোগিতা এখন। আমাদের দেশের

নিয়ম এটা। বড় দুর্ঘটনা পরবর্তী সাধারণত

দুস চাপানোর প্রতিযোগিতা হয়।

পদ্মায় লঞ্চ

ডুবি হয়েছে নৌ মন্ত্রী দায়ী।

কেউ বলছেন, আবার লঞ্চ মালিক দায়ী।

৮৫ জন যাত্রী ধারণ কমতার লঞ্চ এ

নিয়েছে ২৫০-৩০০ যাত্রী।

কেউ কেউ আবার সরাসরি যাত্রীদের

দায়ী করতেছেন।

এভাবে একজন অপরজন

কে দায়ী করাতেই থাকবে। আমরা ও

দেখতে থাকি কে কাকে দায়ী কর্তেচে।

এর স্থায়ী কুনো সমাধান

পাওয়া যাবে না। দায়ী করার

মিছিলে সেই নায়িকার বাবার মতো এই

বড় দুর্ঘটনা গুলু অ মেনে নেয়া হয়।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251284
০৫ আগস্ট ২০১৪ রাত ১১:৩৩
কাজি সাকিব লিখেছেন : সকলকেই যেমন দায়ী করা যায় ঠিক তেমনি সকলে আগে থেকেই নিজেদের দায়টা বুঝে নিলেই দুর্ঘটনাওগুলো এড়ানো যায়!
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৩
195553
ভোলার পোলা লিখেছেন : প্রথমে ধন্যবাদ মতামতের জন্য। কিন্তু ভাই আমরা তো বুঝবো না কারন আমার যে যেতে হবে আজকেই। তাইতো এতো রিস্ক নিয়ে ও ফারি দিতে হয়।


এখানে প্রশাসনের ভুমিকা ছিল কিন্তু তারা তা করছে কি না জানি না
.......... ........
251321
০৬ আগস্ট ২০১৪ রাত ০১:৩৮
আফরা লিখেছেন : দুর্ঘটনা ঘটার পরে কাউকে দায়ী করে লাভ না নাই সবই ভাগ্য বলে মেনে নেন । তবে দুর্ঘটনা ঘটার আগে সবাই সবার দায়বদ্ধতা থেকে কাজ করলে দুর্ঘটনা এড়ানো যায় হয়ত ।
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৫
195554
ভোলার পোলা লিখেছেন : দায়ী যদি না করি তাহলে তারা নিয়মিত এরকম ভুল করবে আর আমাদের তা দাড়িয়ে দাড়িয়ে দেখতে হবে।
251377
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৬
ভোলার পোলা লিখেছেন : শুনলাম উদ্ধার কাজের কোন উন্নতি নাই ........
251501
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৭
হতভাগা লিখেছেন : লন্চটি মুন্সীগন্জের বিএনপির কোন এক নেতার ।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৩
195763
ভোলার পোলা লিখেছেন : তাই তো এখনো বলতেই পারে না লঞ্চ কোথায় আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File