বাংলালিংকের কল ড্রপঃ গোবরজাত চিন্তা প্রসূত বিজ্ঞাপন
লিখেছেন লিখেছেন আতিক খান ২৭ অক্টোবর, ২০১৪, ০৪:৪২:১৫ বিকাল
গাড়িতে এফএম শুনতে গিয়ে আর টিভিতে ক্রিকেট দেখতে গিয়ে ফাঁকে ফাঁকেই একটা বিজ্ঞাপন এসে অস্বস্তির উদ্রেক করছে। বিশেষ করে বাসার কয়েকজন ছোট মেয়েদের সামনে। বাংলালিংকের কল ড্রপ। বিজ্ঞাপনটা শুরু হয় একটা ১৪/১৫ বছরের পাশ্চাত্যের পোশাক পরা কিশোরীর আর সমবয়সী হাফ প্যান্ট পরা আরেক কিশোরের আলাপন দিয়ে,
কিশোরী - হ্যালো, পুলু পুলু
কিশোর - হ্যালো, কুচি কুচি
.......................................
কিশোরী - আচ্ছা, আমি কি তোমার ফার্স্ট লাভ? (লাইন কেটে গেল) এরপর কিশোরীর চেঁচামেচি .........
"ও ও ও এখন তো তুমি আন্সার দিবা কেমনে, দিলেই সব সিক্রেট ফাঁস হয়ে যাবে, না? তুমি অন্য মেয়েদের একাউন্ট থেকে লাইক কিভাবে দাও ..................
ব্যাক গ্রাউন্ডে ভয়েস - সম্পর্কের মূল্য আমরা বুঝি, তাই কল ড্রপ না করে সম্পর্ক অটুট রাখতে ব্লা ব্লা ব্লা ............।।
মোবাইল কোম্পানিগুলো সবচে বেশি বাজেটের এবং সবচে বড় নির্মাতাদের নিয়ে বিজ্ঞাপন তৈরি করে। এদের অনেক গুলোই খুবই ক্রিয়েটিভ এবং প্রশংসা কুড়িয়েছে। আবার কিছু কিছু খুবই উন্নত মানের গোবর সার দিয়ে তৈরি ব্রেনের চিন্তা ভাবনার ফসল। যেমন গ্রামীণ ফোন একবার টিচারের মেয়েকে কোলে তুলে দিয়েছিল ডবল লাভ দেখাতে গিয়ে। আরেকবার বাংলালিংক মোবাইল কল এর টাকা বাঁচিয়ে অনেকগুলো বাসের মালিক হবার উদ্ভট হিসাব দিয়েছিল।
- কর্পোরেট হাউজগুলোর ব্যবসা করার সাথে অনেক সামাজিক দায়বদ্ধতাও থাকে। ১৪/১৫ বছরের কিশোর প্রেম আপনাদের সম্পর্কের উদাহরন হিসাবে খুঁজে পেলেন? স্বামী স্ত্রী, বাবা/মা আর সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব কিংবা ব্যবসায়িক পার্টনার এত হাজার রকম সম্পর্কে থাকতে এই উদাহরন কেন?
- এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে ফার্স্ট লাভ, সেকেন্ড লাভ ইত্যাদি কৌশলে ঢুকিয়ে দেয়া হচ্ছে। এই বয়স নিজেকে গড়ে তোলার বয়স, ভুল করার বয়স। একটা ইঁচড়ে পাকা ছেলের ফার্স্ট লাভ হবার জন্য একটা পড়ুয়া কিশোরীর এই কাকুতি মিনতি খুবই দৃষ্টি কটু এবং সম্পর্কের একটা বাজে উদাহরন।
আলোচনা এতটুকুতেই রাখলাম। যাদের এইটুকু শিক্ষা আর বুদ্ধির লেভেল, তাদের কাছে বিজ্ঞাপনে আমাদের সমাজ, বাঙালি সংস্কৃতি বা ধর্মের প্রতিফলন দেখতে চাওয়া হাস্যকর দেখাবে।
( এই কল ড্রপ গ্রামীণ ফোন আর বাংলালিংকের টেকনিক্যাল দুর্বলতা লুকানোর একটা কৌশল মাত্র। বিস্তারিত লিঙ্কে দিলাম, যারা জানতে আগ্রহী তাদের জন্য )
http://www.youtube.com/watch?v=eBxkPCtvMTs
http://www.banglatribune.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE.../
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার সাধের সারিন্দা কান্দেরে
আমার সাধের দোতরা কান্দেরে।
নেটওয়ার্ক , মোবাইল, চলাচলের গতি এবং অন্যান্য অনেক বিষয়ের কারনে কল ড্রপ হয়।
নেটওয়ার্ক থেকে মোবাইল বেশি দায়ি।
মন্তব্য করতে লগইন করুন