সুখ কোথায় পাওয়া যায় ভাই, একটু বলবেন?
লিখেছেন লিখেছেন আতিক খান ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৪২:৪৪ বিকাল
সুখ কোথায় পাওয়া যায়? কঠিন প্রশ্ন। কারো জন্য খুব সহজ ও। ব্লগে, অনলাইনে প্রায়ই কিছু হতাশামুলক স্ট্যাটাস দেখা যায়। যার মধ্যে অনেকগুলোই হল সুখের অসুখ। চারপাশটা একটু দেখেন, কত সুখের উপাদান ছড়িয়ে আছে। দেখছেন না? এটাই সমস্যা, সুখে থাকলে এগুলো আবার চোখে পড়েনা। যেমন ধরেন,
- লাভলেইনের মোড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নাজায়েজ বাচ্চা, যেটাকে একটু পরেই গাড়ী এসে পিষে দিয়ে যায়, ওকে জিজ্ঞেস করেন সুখ কিসে? বলবে, আমার মা বাপ কিছুই লাগবে না। একটু নিঃশ্বাস নিতে দিলে না তোমরা।
- শীতলক্ষ্যায় পেটকাটা লাশ হয়ে ভেসে উঠা কাউন্সিলর নজরুলের সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, সুখ কাকে বলে? বলবে, জন্মের পর বাপকে দেখি নাই, একটু এনে দেন। তাইলেই আমি সুখী।
- যে কিশোরী বা তরুণীকে ৭/৮ জন বখাটে এসে উঠিয়ে নিয়ে গেল কিংবা যার প্রেমিক নামের অমানুষ গোপন ছবি ছড়িয়ে দিয়েছে বিভিন্ন মিডিয়াতে তাকে জিজ্ঞেস করেন সুখ কিসে?
- পরকীয়ায় ব্যস্ত স্বামী বা স্ত্রী, তাদের জীবনসঙ্গীকে জিজ্ঞেস করেন সুখ কিসে?
- ভালবাসার মানুষ যার জন্য জীবন দিতে পারে, প্রত্যাখ্যান করে বিয়ে করল আরেকজনকে। তাকে জিজ্ঞেস করেন সুখ কিসে।
- ইউনিপে বা শেয়ারবাজারে সহায় সম্বল হারিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তা ঘাটে, সারাক্ষন পাওনাদারদের আনাগোনা। তাকে জিজ্ঞেস করেন সুখ কিসে।
- রানা প্লাজার শ্রমিক, হাত-পা হারিয়ে ক্ষতিপূরণের অপেক্ষায় বছরের উপর। তাকে জিজ্ঞেস করেন সুখ কিসে।
- ৫ টা ছেলে-মেয়ে। কিন্তু কেউ খবর নেয় না অসহায় বৃদ্ধ বাবা-মার। উনাদের জিজ্ঞেস করেন সুখ কিসে।
- এসিড পোড়া মুখের তরুণী, যার দিকে কেউ চেয়েও দেখে না, দেখলে ভয় পায়। তাকেই না হয় জিজ্ঞেস করুন সুখ কিসে।
- আগুনে পুড়ে রাতারাতি ভিখারি হয়ে যাওয়া পরিবার কিংবা বন্যায় আক্রান্ত ত্রানের জন্য দিনের পর দিন অপেক্ষা করা অভুক্ত অসহায় মানুষকে জিজ্ঞেস করুন সুখ কিসে।
- প্রশ্ন ফাঁস হবার পর ও ফেল করা কিংবা জিপিএ ৫ পেয়েও ২ বছর কোথাও ভর্তি হতে না পারা ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করুন সুখ কিসে।
- পদ্মার তীরে লাশ ভেসে উঠার অপেক্ষায় থাকা আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করুন সুখ কিসে? কিংবা গুম / অপহরন হয়ে যাওয়া কারো পরিবারকে ও করতে পারেন।
- পরিবারের ১ টা বাচ্চা শারীরিক / মানসিক ভাবে সুস্থ নয়। বাবা-মাকে জিজ্ঞেস করুন সুখ কিসে।
- সাগর / রুনির ছেলে মেঘ বা নারায়ণগঞ্জের তকির বাবাকেও জিজ্ঞেস করতে পারেন সুখ কিসে।
বেশি কঠিন হয়ে যাচ্ছে? বেশ সহজ ২/১ টা দেখি,
- ২০১০ এর পর টেস্ট সেঞ্চুরি না পাওয়া সারা দেশের গালি খেতে থাকা তামিমকেই না হয় জিজ্ঞেস করুন সুখ কিসে? কিংবা পথ হারিয়ে ফেলা নাসির?
- ছেলে বা মেয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। বাবা-মা হিসাবে আপনার তখন অনুভূতি?
আপনি কি উপরের কিংবা এই ধরনের কোন ক্যাটাগরিতে পড়েন? পড়ে থাকলে দুর্ভাগ্য।
নাহলে আপনার অসুখের ওষুধ এই বাজারে পাওয়া খুবই কঠিন হবে.........
আপনার হাত-পা থাকলে, সুস্থ থাকলে, পরিবার থাকলে শুকরিয়া করুন উপরওয়ালার। আপনার যা আছে, তা বিশ্বের লক্ষ কোটি মানুষের নেই। হাসিমুখে থাকুন, হাসিটা ছড়িয়ে দিন সবার মাঝে ............
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই সুখ কোথায়? সবাই যার যার অবস্থানে সন্তুষ্ট না হওয়াতেই নিরন্তর এই অনুসন্ধান চলছে। তোমার সাথে ১০০% সহমত। নিজের থেকে একটু সামাজিক মর্যাদায় যারা কম রয়েছে কিংবা যারা অসুস্থ তাঁদের দিকে নিজের সুস্থ অবস্থান থেকে তাকালে এই সুখের উপলব্ধিটা অনুভূত হয়। সেই গল্পটির মত এফএম, যার জুতো নেই দেখে গভীর দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে পার্কে পা-হীন একজনকে দেখে নিজের হালতে প্রচন্ড সুখানুভূতির উন্মেষ ঘটে।
খুব ভালো লাগলো লেখাটি। নতুন ভাবে নিজের যা আছে তাতেই সুখী হবার এক দৃঢ় প্রত্যয় জাগল মনে হচ্ছে।
অনেক শুভেচ্ছা তোমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
সুখের সংজ্ঞা অল্প কথায় রসুল সঃ দিয়েছেন;-
"প্রকৃত সুখী সেই, যে তার বর্তমা্ন অবস্থায় সন্তুষ্ট"৷
সুখের সংজ্ঞা অল্প কথায় রসুল সঃ দিয়েছেন;-
"প্রকৃত সুখী সেই, যে তার বর্তমা্ন অবস্থায় সন্তুষ্ট"৷
জাযাকাল্লাহ খাইরান
অপ্রাপ্তিতে কেন্দে কেন্দে চোখের জলে বুক ভেজায়, অভিমানী রাগে গাল ফুলিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দেয়।
মন্তব্য করতে লগইন করুন