ভালবাসা চেখে দেখুন বিয়ের আগে, বিয়ে মানেই ভালবাসার মৃত্যু
লিখেছেন লিখেছেন আতিক খান ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:২৪:৪৬ বিকাল
সানমার শপিং মল এর ফুডকোর্ট। আশপাশে অনেক মানুষ। পাশের টেবিলে ৩ টা কিশোরী গলা চড়িয়ে ফিসফিস করে কথা বলছে। অর্থাৎ ভাবছে কেউ শুনছে না, আসলে সবাই শুনতে পাচ্ছে।
- এই, নতুন সিরিয়ালটা দেখেছিস? ওই যে নিশা এন্ড কাজিন্স নামে।
- কাহিনী কি?
- গতকাল দেখাল বলছে - বিয়ের পর কোন ভালবাসা থাকে না, মরে যায়। সব ভালবাসা বিয়ের আগে।
- অন্য দুইজন খুবই আগ্রহী হয়ে উঠল। আচ্ছা তোর কি মনে হয়?
- আমার ও তাই মনে হয়। যত উপহার, সন্মান (হাঁটু গেঁড়ে প্রপোজ করার কথা বলছে মনে হয়), প্রশংসা (পড়তে হবে - কার্যসিদ্ধির জন্য তেল দেয়া) সব তো দেখি বিয়ের আগে। বিয়ের পর তো অন্যদের সাথে ডেট করে। নিশ্চয়ই ভালবাসা মরে যায়.........।
আমি আকাশ থেকে পড়লাম। ভালই চলছে ব্রেনওয়াশ। হিন্দি সিরিয়াল নিয়ে নতুন কিছু বলার নেই, সবার জানা। কিন্তু " বিয়ের পর কোন ভালবাসা থাকে না, মরে যায়। সব ভালবাসা বিয়ের আগে। " এই ধরনের থিওরি মাথায় ঢুকিয়ে দেয়ার ফলাফল ভয়ঙ্কর। আপু, তোমাকে বলছি
- বিয়ের আগের ভালবাসা অনেকরকম হতে পারে। সময় কাটানো, উদ্দেশ্যমূলক কিংবা সত্যিকারের।
উদ্দেশ্য হতে পারে টাকা বা সুবিধার জন্য, শারীরিক আকর্ষণে, সামাজিক স্ট্যাটাসের জন্য কিংবা মোহের জন্য। সত্যিকার ভালবাসার কোন শর্ট টার্ম গোল থাকে না। আর ভবিষ্যতে যারা একসাথে জীবন কাটাতে চায় তারা জীবনসঙ্গিকে শ্রদ্ধা, সন্মান আর বিশ্বাসের আসনে বসায়। সবকিছু বিয়ের আগে পেয়ে গেলে আর বিয়ে করার দরকার কি? সহজলভ্য জিনিসের জন্য কেউ কেন কষ্ট করবে? ফ্রিতে কোক পাওয়া গেলে দোকান হতে কে কিনে খায়? এগুলো শুধুই উদাহরন দিতে বলা, ভিন্ন অর্থ নেই। আর,
- বিয়ে হল মেয়েদের সামাজিক আর আইনগত নিরাপত্তা। ব্যক্তির সাথে পারিবারিক আর সামাজিক প্রতিশ্রুতিও। আর ভালবাসা শুধু পাওয়ার জিনিস না, অর্জন করেও নেয়ার জিনিস। শ্বশুরবাড়ির সবাইকে ভালবাসলে, আপন করে নিলে বেশির ভাগ ক্ষেত্রেই এই ভালবাসা তোমার হাতের মুঠোয় থাকবে। আর শুধু পেতে চাইলে মনে রাখবে, একহাতে তালি বাজে না......।
মেয়েদের সহজলভ্য আর পন্য বানাতে এইসব ডায়ালগের ফুলঝুড়ি। ভেবে নাও নিজেকে সস্তা পন্য বানাবে নাকি হীরার টুকরা, যা খনি হতে উঠিয়ে অনেক ধাপ পেরিয়ে তবেই উচ্চ মুল্যে পাওয়া যায়। পছন্দ তোমার হাতে......।
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সমাজ জীবন ভিনদেশী সংস্কৃতি কতটা দাপটের সাথে নিয়ন্ত্রণ করছে, তোমার এই লেখায় সেটি মূর্ত হয়েছে। আমাদের নতুন প্রজন্মের চিন্তা-চেতনা কি নিজেদের নিজস্বতা-বিহীন স্যাটেলাইট দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে অন্ধকার ঘুর্নাবর্তে ঘুরপাক খাবে? বড়ই ভয়ংকর এবং পরিতাপের বিষয় এটি। এ ব্যাপারে আমাদের অভিভাবক এবং সচেতন মহল কি কোনোই কার্যকর পদক্ষেপ নিচ্ছি? আমি রাষ্ট্রকেও 'অভিভাবক' এর অন্তর্ভুক্ত করেছি।
আশা করব নতুন প্রজন্ম নিজেদেরকে সস্তা পণ্যের পরিবর্তে ধাপে ধাপে নিজ দেশের সংস্কৃতিতে লালিত হয়ে হীরের টুকরায় পরিণত হবে।
আবারো সুন্দর এবং সময়োপযোগী পোষ্টটির জন্য তোমায় ধন্যবাদ এবং শুভেচ্ছা আতিক।
জাজাকাল্লাহু খাইরান।
জাজাকাল্লাহু খাইরান।
সত্যিই এভাবে আমাদের মগজ ধোলাই হয়ে যাচ্ছে। মায়েরা দেখছেন মেয়েরাও দেখছেন।
বিয়ের আগে প্রেম । জমিয়ে রাখলে বিয়ের পড়ে স্বার্থকতা। - বাস্তবতা।
হে প্রেমিক তোমার প্রেম আবেগ অহেতুক অবৈধ ভাবে নষ্ট করোনা।
হাতুড়ি পেটা করতে হপে আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন