ব্লগে দামী পোষ্টের আকাল পড়ছে! নাকি মডারেটর গন ঘুমাইয়া তাহে!
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১১:৫৩ বিকাল
কিছু দিন ধইরা দেখিতাছি ব্লগ ঝিমাইয়া ঝিমাইয়া চলতাছে। বাম দিকের লিষ্টে সম্মানী ব্লগারদের নাম দেহা যায়, তবে তাদের কমেন্ট করতে দেখা যায় না!
দেইখা মনে হয়, তাহারা সরকারী দলের মত সংসদের মত চেয়ারে বসিয়া ঝিমাইতে আহে। তিনদিন ধইরা দুইটি পোষ্ট ষ্টিকি হইয়া লটকে থাকিল। দুই দিনে দুইটি অতিরিক্ত মন্তব্য যোগ হইল মাত্র! এই ফাকে আরো কত পোষ্ট গত হইয়া গেল মডারেডের গন খবর লয় নাই।
তাহারা হঠাৎ করিয়া আসিয়া সঠাৎ জোড়ে আজ দুইডা পোষ্ট লটকাইয়া চইলা গেল। জানিনা আবার কবে দেখা হবে। মন্তব্য পইড়া বুজা যায় কয়েকজন অসন্তষ্ট হইয়াছেন।
আমরা বে-আক্কেল ব্লগারেরা এসব মোবাইলে বইসা দেখিতে দেখিতে হয়রান হইতেছি! আমরা এমনিতেই বে-আক্কেল মানুষ, অনেক কিছু বুঝিতে পারিনা। গতকল্য একজন ব্লগার কেয়ামতের দিন দেহা হইবে বইলা, সেই যে গেলেন আর ফিরিবার দেহা নাই।
দোহাই আমনাদের হগলের। এই ভাবে চলিলে প্ররথম আলু ব্লগের মত দশা এই ব্লগেরও হইয়া যাইবে।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ পাক যেন এই ব্লগকে 'প্ররথম আলু ব্লগের মত দশা' না করেন- আমীন।
আপনার লেখার জন্য অনেক শুভেচ্ছা।
এইডা কি দুগ্ধ না মুত্র!!
গরিব মানুষ কম্পিউটার নাই, মোবাইল থেইক্যা দেকি। আমনেদের উত্তর দেবার জন্য বিশ টাকা দিয়া কম্পিউটার ভাড়া করছি তারপর লিখতাছি। আমনেরা বিদেশে থাকেন বহুত টাকার মালিক, আমনেরা আঙ্গো সমস্যা কি কইরা বুইঝবেন।
অন্য বিষয় গুলোতে আমি আপনার সাথে একমত । কোন পোষ্ট ২৪ ঘন্টার বেশী লটকানু থাকলে বিরক্তই লাগে ।
ভাই পড়তে পড়তে মাঝে মাঝে বুমি আহে
মন্তব্য করতে লগইন করুন