ব্লগে দামী পোষ্টের আকাল পড়ছে! নাকি মডারেটর গন ঘুমাইয়া তাহে!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১১:৫৩ বিকাল



কিছু দিন ধইরা দেখিতাছি ব্লগ ঝিমাইয়া ঝিমাইয়া চলতাছে। বাম দিকের লিষ্টে সম্মানী ব্লগারদের নাম দেহা যায়, তবে তাদের কমেন্ট করতে দেখা যায় না!

দেইখা মনে হয়, তাহারা সরকারী দলের মত সংসদের মত চেয়ারে বসিয়া ঝিমাইতে আহে। তিনদিন ধইরা দুইটি পোষ্ট ষ্টিকি হইয়া লটকে থাকিল। দুই দিনে দুইটি অতিরিক্ত মন্তব্য যোগ হইল মাত্র! এই ফাকে আরো কত পোষ্ট গত হইয়া গেল মডারেডের গন খবর লয় নাই।

তাহারা হঠাৎ করিয়া আসিয়া সঠাৎ জোড়ে আজ দুইডা পোষ্ট লটকাইয়া চইলা গেল। জানিনা আবার কবে দেখা হবে। মন্তব্য পইড়া বুজা যায় কয়েকজন অসন্তষ্ট হইয়াছেন।

আমরা বে-আক্কেল ব্লগারেরা এসব মোবাইলে বইসা দেখিতে দেখিতে হয়রান হইতেছি! আমরা এমনিতেই বে-আক্কেল মানুষ, অনেক কিছু বুঝিতে পারিনা। গতকল্য একজন ব্লগার কেয়ামতের দিন দেহা হইবে বইলা, সেই যে গেলেন আর ফিরিবার দেহা নাই।

দোহাই আমনাদের হগলের। এই ভাবে চলিলে প্ররথম আলু ব্লগের মত দশা এই ব্লগেরও হইয়া যাইবে।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263334
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার পোষ্টটির জন্য।
আল্লাহ পাক যেন এই ব্লগকে 'প্ররথম আলু ব্লগের মত দশা' না করেন- আমীন।
আপনার লেখার জন্য অনেক শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
206933
বেআক্কেল লিখেছেন : দুই বেডির লড়াই লাইগা মুল্লুক যেভাবে পিছনে যাইতাছে, এইহানে ওরা না থাকিলে কি হইব, মনে হয় পিছনেই আগাইতেছে। আমি কামনা করি আঙ্গো প্রিয় ব্লগ আগাইয়া যাক।
263336
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
এবেলা ওবেলা লিখেছেন : এইরকম গুরুত্ব পূর্ণ পোষ্টের জন্য দুগ্ধের ব্যবসতা করছি - আপনার জন্য-

Big Hug Big Hug Big Hug
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
206934
বেআক্কেল লিখেছেন : বে আক্কেল!!!

এইডা কি দুগ্ধ না মুত্র!!
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
206936
এবেলা ওবেলা লিখেছেন : Surprised Surprised আগে পান না করিয়া বেআক্কেলের মত অনুমানে কিছু বলা ঠিক না Tongue Tongue
263343
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪২
জুমানা লিখেছেন : আমনেরে পাইয়া আমগো আক্কেল অইব, এত দিন কই ছিলেন ভাই বে আক্কেল ,একদম হাচা কতা কইছেন আমনে, অনেক ধন্যবাদ আমনেরে
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৪
207157
বেআক্কেল লিখেছেন : আমি তো ভইন মোবাইল দিয়া দেইখা থাকি। লিখবার পারিনা, আমি হাজির থাকি আর শুধু চাইয়া থাকি।
263350
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
ফেরারী মন লিখেছেন : বেক্কল ১১ মাসের জীবনে যে কয়টা মন্তব্য করছে তার ফিরিস্তি। দিনে গড়ে মন্তব্য করে ১.৭৫ টি করে। তাহলে সে অন্যকে জ্ঞান দেয় কিভাবে? Frustrated Frustrated


১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
207158
বেআক্কেল লিখেছেন : আমিতো জ্ঞান দেবার জন্য আই নাই, জ্ঞান লইবার জন্য আই। বে-আক্কেলের কি আ জ্ঞান আছেনি?

গরিব মানুষ কম্পিউটার নাই, মোবাইল থেইক্যা দেকি। আমনেদের উত্তর দেবার জন্য বিশ টাকা দিয়া কম্পিউটার ভাড়া করছি তারপর লিখতাছি। আমনেরা বিদেশে থাকেন বহুত টাকার মালিক, আমনেরা আঙ্গো সমস্যা কি কইরা বুইঝবেন।
263366
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
আফরা লিখেছেন :
বাম দিকের লিষ্টে সম্মানী ব্লগারদের নাম দেহা যায়, তবে তাদের কমেন্ট করতে দেখা যায় না!
আপনার সাথে একমত হতে পারলাম না এখানে প্রতিদিন নাম গুলো আপটেট হয় । চোখ খুলে রাখুন ।কমেন্ট এরাই বেশী করে ।

অন্য বিষয় গুলোতে আমি আপনার সাথে একমত । কোন পোষ্ট ২৪ ঘন্টার বেশী লটকানু থাকলে বিরক্তই লাগে ।
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৭
207159
বেআক্কেল লিখেছেন : আমনেরে অনেক ধন্যবাদ, বেআক্কেলের সাতে কিচুটা হইলেও একমত হইছেন।
263367
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
উম্মে আদনান লিখেছেন : আকাল পড়েনি তবে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৮
207160
বেআক্কেল লিখেছেন : না, তাদেরকে উঠিতেই হইব, না আঙ্গো দশা কি হইবে, বুইঝতে পারছেন নি?
263375
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্য যারা করে তারা কইরা যাইতাছো অন্যর ঘুমাইতে আসে ব্লগে.... হাহাহাহাহা
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৮
207161
বেআক্কেল লিখেছেন : ঠিক কতা কইছন?
263378
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বেডি ব্লগডা আসলেই গেছে। বেআক্কেল কাক্কুরে মাঝে মধ্যে দেহা যায় ন।
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
207162
বেআক্কেল লিখেছেন : আমরা গরিব মানুষ কম্পিউটার নাই, মোবাইল থেইক্যা দেকি। আমনেদের উত্তর দেবার জন্য বিশ টাকা দিয়া কম্পিউটার ভাড়া করছি তারপর লিখতাছি। আমনেরা বহুত টাকার মালিক, আমনেরা আঙ্গো সমস্যা কি কইরা বুইঝবেন। হেই কারনে দেহা যায়না তয় আমি সবাইরে মোবাইলে দেখ্
263388
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
207163
বেআক্কেল লিখেছেন : ‌আমিন আমিন আমিন
১০
263422
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : এখন আর ব্লগিং করতে ভাল লাগে না, ব্লগে আগের মত পাঠক হয় না, মন্তব্য তো দুরের কথা।
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩১
207164
বেআক্কেল লিখেছেন : কুন চিন্তা কইরেন না, আমার মত দুই চারটা পাঠক হইলেই ব্লগ গরম হইয়া যাইব। দুই দিন সবুর করেন আমি গাট্টি বোজকা লইয়া আইসা পড়তাছি।
১১
263437
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
চক্রবাক লিখেছেন : বিনা টিকিটে রসাতলে যাচ্ছে। !!
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩২
207165
বেআক্কেল লিখেছেন : আন্নে কিয়া কন? বিস্তারিত বুঝাইয়া কইবেন, রসাতলের রস কি উপ্রে আছে না নিচে পড়ি গেছে।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
207213
চক্রবাক লিখেছেন : আঁর কতা আন্নে বুঝি হারেন ন ? রসাতলের সব জাগায়'ই রস, হেতারা ডুব দিছে আরও গভীরে যাওনের লাই।
১২
263454
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আবু জান্নাত লিখেছেন : পিলাচ মাইনাস সব এক হইয়া গেল। ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩২
207166
বেআক্কেল লিখেছেন : এইটাকেই তো বলে লন্ডভন্ট।
১৩
263488
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩২
শেখের পোলা লিখেছেন : কি যে কন! কিছুই বুজবার পারিনা৷ ব্লগের বেবাক লোগ আকলমন্দ হইয়া গেছে মনেলয়৷
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
207167
বেআক্কেল লিখেছেন : হইতেই পারে হেই জন্যই তো ব্লগে আইয়া পড়ি।
১৪
263499
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৪৬
কাহাফ লিখেছেন : এক্কেবারে হাছা কতা কইছুইন ভাইজান,বিষয় ডা লইয়্যা টেনশন করতাছি......
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
207168
বেআক্কেল লিখেছেন : নো টেনশন সর্বদা হাজির থাইকেন।
১৫
263537
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
আমজনতার কথা লিখেছেন : মডু মামা অনেক ঘুমাইছেন। এইবার এট্টু উঠেন তো। Loser Loser Loser Loser
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
207169
বেআক্কেল লিখেছেন : তাদের উঠতেই হইবে।
১৬
263624
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
ইমরান ভাই লিখেছেন : আইয়া পড়ছি বেক্কল বাই Loser আফনের লগে আছি হেন্দুগুলারে সায়েস্তা করনের লাইগা। আমি লিঙ্গপুরান পড়তাছি রেফারেন্স দিমুনে।

ভাই পড়তে পড়তে মাঝে মাঝে বুমি আহে Punch

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File