বিদেশপ্রীতি আর কত? আমরা কি কখনই বাংলাদেশি হব না!!

লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ আগস্ট, ২০১৪, ০১:২২:০১ দুপুর

- এবছর ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো হল,

১। Most welcome 2

২। I don't care

৩। Hero the superstar

৪। Honeymoon

বাংলা নামের এত অভাব নাকি বিদেশি নাম প্রীতি?

জাতি হিসাবে আমরা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগি। এর কারন কি - জাতিগতভাবে বা ব্যক্তিক্ষেত্রে আমাদের সাফল্যের সংখ্যা সীমিত, সেজন্য? রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের প্রত্যাশা সব সময়ই অপূর্ণ থেকে গেছে। সরকার বদলেছে, আমাদের আশা আকাঙ্ক্ষার পারদ আকাশ ছুঁয়েছে কিন্তু সেই পারদ পাহাড়ের শীর্ষ থেকে তলায় পৌঁছাতেও সময় নেয়নি। আমরা বিকল্প খুঁজেছি, সেখানেও ধাক্কা খেয়েছি।

এটা ঠিক, সবুজ পাসপোর্ট নিয়ে আমাদের বিশ্বব্যাপী ঘুরে বেড়ানো সুখকর কিছু নয়। কাস্টমস আর ইমিগ্রেশনের সামনে সবুজ পাসপোর্ট নিয়ে মাথা নিচু করে দাঁড়ানো আর ওদের রক্তচক্ষু, বাঁকানো হাসি গায়ে সহ্য করা নিতান্ত সাধারন ঘটনা। কিন্তু এরজন্য অনেক বাংলা ভাই এর কৃতকর্ম ও সমান দায়ী। মধ্যপ্রাচ্যে সুনাম হারানোর জন্য আমাদের নিজেদেরই দোষারোপ করতে হবে।

- যে ছেলেটা সামান্য পরিশ্রম করলে সততার সাথে সচ্ছলভাবে বেঁচে থাকতে পারে, সে বাড়ি - জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা দালালকে দিয়ে প্রচণ্ড ঝুঁকি নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যেতে গিয়ে ডুবে মরে। বিদেশে গেলেও এরা যে পরিমান পরিশ্রম করেন, তার অর্ধেক করলেও এই দেশে অনেক ভালো জীবন যাপন করা যায়। বিদেশে গিয়ে অর্ধাহারে, অনাহারে জীবন কাটানো অনেকে মাসের পর মাস বেতন ও পান না।

- অনেকের পড়ালেখার লক্ষ্যই থাকে কোনমতে বিদেশে গিয়ে জীবন কাটানো। জিজ্ঞেস করলে বলে - কি আছে ভাই এদেশে? এদেশে পড়ালেখা করে বিদেশে পাড়ি জমানো অনেকে আবার সাকিবের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেন!

- আমাদেরই কেউ সাফল্য পেলে তার একটা বিরোধী পক্ষ ও তৈরি হয়ে যায়, যারা সারাক্ষন বিষদগার করে সাফল্যকে খাটো করার চেষ্টা করে বা পা ধরে নামিয়ে আনার চেষ্টা করে। নামগুলো আমরা সবাই জানি। হাসি লাগে যখন দেখি বিশ্বে কেউ প্রশংসিত হলে যে কোন খোঁড়া অজুহাতেও আমরা তার সমালোচনায় ঝড় তুলে ফেলি।

- বাসায় বেড়াতে আসা তরুণীমহলের আলোচনার একটা অংশ জুড়ে রইল হিন্দি সিরিয়ালের চরিত্রগুলো। আমাদের দেশি নাটকের নাকি মান খারাপ। মজার ব্যাপার হল, বেশির ভাগ লোকই হয়ত বেছে ভালো নাটক পুরো দেখেন না। বিজ্ঞাপনের অজুহাতে চ্যানেল বদলান। তা হিন্দি সিরিয়াল আমাদের কি কি শিখায়, একটু জানাবেন? গল্প আর অভিনেতা বেছে নিয়ে নাটক দেখলে এর মধ্যে অনেক ভালো নির্মাণ ও পাওয়া যাবে। কিন্তু নিজস্ব সব কিছুকে গালমন্দ করা আমাদের স্বভাব। আজ একটা চমৎকার টেলিছবি দেখাল বাংলা ভিশনে - হ্যালো বাংলাদেশ।

আমরা বাংলাদেশি এটা মেনে নিয়ে নিজস্ব শিল্প, সংস্কৃতি, ক্রীড়া সব কিছুকে ভালো না বাসলে আমরা সিঁড়ির নিচের ধাপেই পড়ে থাকব, সিঁড়ি বেয়ে আর উঠা হবে না কখনো.........। বাংলাদেশি হিসাবে গর্বের সাথে পরিচয় দেয়াও হবে না কখনো.........।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250407
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৪
আওণ রাহ'বার লিখেছেন : টিভি দেখিনা ভাইয়া আমি এখন।
তবে দীপু নাম্বার টু শতবছরের সেরা চলচিত্র মনে হয় আমার।
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
194637
আতিক খান লিখেছেন : ঈদের সময় ছাড়া নাটক আমার ও কম দেখা হয়। কারন ধারাবাহিকে জড়াতে চাই না। বেশ কিছু ভালো নাটক ও হচ্ছে ফাঁকে ফাঁকে। অনেকেই ঢালাও দোষারোপ করে বাংলা প্রোগ্রামকে। এটাকে আমার কাছে অজুহাত মনে হয়।দিপু নাম্বার ২ আসলেই অসাধারন চলচ্চিত্র ছিল।Applause অনেক ধন্যবাদ আওন। Happy Good Luck Good Luck
250413
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : এগুলো বিদেশী শব্দ হলেও সবই প্রায় এ দেশের মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে মনে হয় সেগুলো বাংলা শব্দ।
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
194639
আতিক খান লিখেছেন : http://www.imdb.com/list/ls008463669/ সর্বকালের সেরা ১০০ বাংলা ছবির তালিকায় ইংরেজি নাম তেমন চোখে পড়ল না। একসাথে সব ইংরেজি দেখে মন খারাপ হয়েছিল। আপনার কথা যদিও ঠিক, কিন্তু চাইলে সুন্দর বাংলা নাম খুঁজে বের করা যেত। আমাদের প্রবনতা চটকদার নামের দিকে। :Thinking অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
250418
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৯
হতভাগা লিখেছেন : List of Bangladeshi films of 2014

Box office releases

১. কি দারুন দেখতে : মাহিয়া মাহি , বাপ্পি , সোহেল খান, ওমর সানি , মিশা সওদাগর , ডঃ এজাজ।

২. তোর লাগিয়া পরান কান্দেরে : সাইমন সাদিক


এ বছর অলরেডি যেসব ছবি মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে দুয়েকটার নাম ।


This is a list of the Dhallywood movies that have been announced for release in 2014.

১. বিয়ে হলো , বাসর হলো না : পপি

২. ছেলেতো আবোল তাবোল , মেয়েতো পাগল পাগল : আরজু , আইরিন সুলতানা

৩. এই গল্পে ভালোবাসা নেই :আরেফিন শুভ , তানহা মৌসুমী

৪. যৌবতী কন্যার মন : আনিসুর রহমান মিলন , সুমাইয়া সাকি

৫. লিলা মন্থন : পপি , মৌসুমী

৬. মনের মানুষ পাইলাম না : সাকিব খান , অপু বিশ্বাস

৭. পৌষ মাসের পিরীতি : পপি , টনি ডায়েস

৮. রানা প্লাজার রেশমা : সাইমন সাদিক


এ বছর আরও যে গুলো মুক্তির অপেক্ষায় সেগুলোর মধ্যে কিছুর নাম



http://en.wikipedia.org/wiki/List_of_Bangladeshi_films_of_2014
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
194640
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ হতভাগা ভাই। নামগুলো দেখেছি আগে। একসাথে ঈদে মুক্তি পাওয়া গুলো সব ইংরেজি হওয়াতে দৃষ্টিকটু লেগেছে। আর লিলা মন্থন, পৌষ মাসের পিরিতি, ছেলেতো আবোল তাবোল , মেয়েতো পাগল পাগল কিংবা যুবতি কন্যার মন - এ জাতীয় নামের সংস্কৃতি হতেও বের হয়ে আসা দরকার। http://www.imdb.com/list/ls008463669/ এই লিঙ্কে সেরা ১০০ ছবিতে চমৎকার সব বাংলা নামের সমাহার। ভালো থাকবেন। Good Luck Good Luck
250428
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৬
ফেরারী মন লিখেছেন : এসব ফালতু ছবি দেখে কে?
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
194641
আতিক খান লিখেছেন : সব হাউজফুল চলছে, ব্ল্যাকে টিকেট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে - প্রথম আলো সংবাদ। ভাবছি, দেখছে কারা ? :Thinking Happy অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
250429
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৭
সন্ধাতারা লিখেছেন : Thank you for creating awareness. Jajakallahu khair.
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
194642
আতিক খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। Good Luck Good Luck
250439
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
আমি মুসাফির লিখেছেন :


বিদেশী শব্দ আমরা যেমন অহরহ বলি তেমনি বিদেশীদের সাথে আত্তীয়তায়ও আমাদের দেশ প্রধান পিছিয়ে নেই।
এটাও কি শোভনীয় ??
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
194643
আতিক খান লিখেছেন : কি আর বলব, শতাব্দির সেরা বাঙালির(!) ৪ নাতি নাতনি একজন যোগ্য বাঙালি ও খুঁজে পেল না জীবন সঙ্গী হিসাবে Surprised Crying :Thinking Good Luck
250476
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫২
আফরা লিখেছেন : বাংলা টিভি ,ছিনেমা দেখিও না তাই এসব ব্যাপারে তেমন জানিও না ।
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
194662
আতিক খান লিখেছেন : না জানা অনেক সময়ই সুখের কারন হয়ে দাঁড়ায় Happy :Thinking আমাদের কখনো না কখনো তো নিজের পরিচয়, অস্তিত্ব এগুলো শক্ত করতে হবে। না হলে সেগুলোর উপর আমরা বা ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াব কিভাবে? অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
194673
তায়িফ লিখেছেন : বাংলাদেশ যখন ভারতকে হারায় তখন উনারা মনের দুঃখে হিন্দি সিরিয়াল দেখেন। একবার পরীক্ষার সময় ভারত,চীন সহ বিভীন্ন দেশের শিক্ষার্থীরা প্রজেক্ট জমা দিয়েছিল। আর আমি https://www.youtube.com/watch?v=Jt76BE5WSUM এই এড জমা দিয়েছিলাম আমারটা সেরা হয়েছিল।
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
194678
আতিক খান লিখেছেন : অভিনন্দন তায়িফ, মনে আছে এডটা। বেশ চমৎকার ছিল।Applause Applause ধন্যবাদ। Good Luck
250501
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১০
শেখের পোলা লিখেছেন : পরের পিঠে বড় মিঠে৷ পরের পোলা মোটা দেখায়৷
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
194677
আতিক খান লিখেছেন : চরম সত্য বলেছেন Happy Applause অনেক ধন্যবাদ Good Luck Good Luck
255526
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৫
মামুন লিখেছেন : িনেমা হলে গিয়ে এখন ছবি দেখাই হয় না। টিভিতে টেলিফিল্মগুলো মাঝে মাঝে দেখি। তবে অ্যাডের জন্য সবগুলোও শেষ করতে পারি না। এই টেলিফিল্মগুলোর প্রিন্টের মান এবং কাহিনীও অনেক ভালো, আমাদের দেশী সিনেমার তুলনায়। আর একজন বাংলাদেশী হিসেবে সব সময়ই গর্ব করি, করেও যাবো। তোমার লিখাটি খুব ভালো লেগেছে, আতিক খান।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৯
199478
আতিক খান লিখেছেন : নাম মনে থাকলে টেলিফিল্ম গুলো ইউটিউবে দেখে নিতে পার। অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
১০
255928
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৯
মামুন লিখেছেন : তোমার পরামর্শের জন্যও তোমাকে ধন্যবাদ। হ্যা, দেখে নিবো ইউটিউবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File