বিদেশপ্রীতি আর কত? আমরা কি কখনই বাংলাদেশি হব না!!
লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ আগস্ট, ২০১৪, ০১:২২:০১ দুপুর
- এবছর ঈদে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো হল,
১। Most welcome 2
২। I don't care
৩। Hero the superstar
৪। Honeymoon
বাংলা নামের এত অভাব নাকি বিদেশি নাম প্রীতি?
জাতি হিসাবে আমরা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগি। এর কারন কি - জাতিগতভাবে বা ব্যক্তিক্ষেত্রে আমাদের সাফল্যের সংখ্যা সীমিত, সেজন্য? রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের প্রত্যাশা সব সময়ই অপূর্ণ থেকে গেছে। সরকার বদলেছে, আমাদের আশা আকাঙ্ক্ষার পারদ আকাশ ছুঁয়েছে কিন্তু সেই পারদ পাহাড়ের শীর্ষ থেকে তলায় পৌঁছাতেও সময় নেয়নি। আমরা বিকল্প খুঁজেছি, সেখানেও ধাক্কা খেয়েছি।
এটা ঠিক, সবুজ পাসপোর্ট নিয়ে আমাদের বিশ্বব্যাপী ঘুরে বেড়ানো সুখকর কিছু নয়। কাস্টমস আর ইমিগ্রেশনের সামনে সবুজ পাসপোর্ট নিয়ে মাথা নিচু করে দাঁড়ানো আর ওদের রক্তচক্ষু, বাঁকানো হাসি গায়ে সহ্য করা নিতান্ত সাধারন ঘটনা। কিন্তু এরজন্য অনেক বাংলা ভাই এর কৃতকর্ম ও সমান দায়ী। মধ্যপ্রাচ্যে সুনাম হারানোর জন্য আমাদের নিজেদেরই দোষারোপ করতে হবে।
- যে ছেলেটা সামান্য পরিশ্রম করলে সততার সাথে সচ্ছলভাবে বেঁচে থাকতে পারে, সে বাড়ি - জমি বিক্রি করে কয়েক লক্ষ টাকা দালালকে দিয়ে প্রচণ্ড ঝুঁকি নিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যেতে গিয়ে ডুবে মরে। বিদেশে গেলেও এরা যে পরিমান পরিশ্রম করেন, তার অর্ধেক করলেও এই দেশে অনেক ভালো জীবন যাপন করা যায়। বিদেশে গিয়ে অর্ধাহারে, অনাহারে জীবন কাটানো অনেকে মাসের পর মাস বেতন ও পান না।
- অনেকের পড়ালেখার লক্ষ্যই থাকে কোনমতে বিদেশে গিয়ে জীবন কাটানো। জিজ্ঞেস করলে বলে - কি আছে ভাই এদেশে? এদেশে পড়ালেখা করে বিদেশে পাড়ি জমানো অনেকে আবার সাকিবের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেন!
- আমাদেরই কেউ সাফল্য পেলে তার একটা বিরোধী পক্ষ ও তৈরি হয়ে যায়, যারা সারাক্ষন বিষদগার করে সাফল্যকে খাটো করার চেষ্টা করে বা পা ধরে নামিয়ে আনার চেষ্টা করে। নামগুলো আমরা সবাই জানি। হাসি লাগে যখন দেখি বিশ্বে কেউ প্রশংসিত হলে যে কোন খোঁড়া অজুহাতেও আমরা তার সমালোচনায় ঝড় তুলে ফেলি।
- বাসায় বেড়াতে আসা তরুণীমহলের আলোচনার একটা অংশ জুড়ে রইল হিন্দি সিরিয়ালের চরিত্রগুলো। আমাদের দেশি নাটকের নাকি মান খারাপ। মজার ব্যাপার হল, বেশির ভাগ লোকই হয়ত বেছে ভালো নাটক পুরো দেখেন না। বিজ্ঞাপনের অজুহাতে চ্যানেল বদলান। তা হিন্দি সিরিয়াল আমাদের কি কি শিখায়, একটু জানাবেন? গল্প আর অভিনেতা বেছে নিয়ে নাটক দেখলে এর মধ্যে অনেক ভালো নির্মাণ ও পাওয়া যাবে। কিন্তু নিজস্ব সব কিছুকে গালমন্দ করা আমাদের স্বভাব। আজ একটা চমৎকার টেলিছবি দেখাল বাংলা ভিশনে - হ্যালো বাংলাদেশ।
আমরা বাংলাদেশি এটা মেনে নিয়ে নিজস্ব শিল্প, সংস্কৃতি, ক্রীড়া সব কিছুকে ভালো না বাসলে আমরা সিঁড়ির নিচের ধাপেই পড়ে থাকব, সিঁড়ি বেয়ে আর উঠা হবে না কখনো.........। বাংলাদেশি হিসাবে গর্বের সাথে পরিচয় দেয়াও হবে না কখনো.........।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে দীপু নাম্বার টু শতবছরের সেরা চলচিত্র মনে হয় আমার।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
Box office releases
১. কি দারুন দেখতে : মাহিয়া মাহি , বাপ্পি , সোহেল খান, ওমর সানি , মিশা সওদাগর , ডঃ এজাজ।
২. তোর লাগিয়া পরান কান্দেরে : সাইমন সাদিক
এ বছর অলরেডি যেসব ছবি মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে দুয়েকটার নাম ।
This is a list of the Dhallywood movies that have been announced for release in 2014.
১. বিয়ে হলো , বাসর হলো না : পপি
২. ছেলেতো আবোল তাবোল , মেয়েতো পাগল পাগল : আরজু , আইরিন সুলতানা
৩. এই গল্পে ভালোবাসা নেই :আরেফিন শুভ , তানহা মৌসুমী
৪. যৌবতী কন্যার মন : আনিসুর রহমান মিলন , সুমাইয়া সাকি
৫. লিলা মন্থন : পপি , মৌসুমী
৬. মনের মানুষ পাইলাম না : সাকিব খান , অপু বিশ্বাস
৭. পৌষ মাসের পিরীতি : পপি , টনি ডায়েস
৮. রানা প্লাজার রেশমা : সাইমন সাদিক
এ বছর আরও যে গুলো মুক্তির অপেক্ষায় সেগুলোর মধ্যে কিছুর নাম
http://en.wikipedia.org/wiki/List_of_Bangladeshi_films_of_2014
বিদেশী শব্দ আমরা যেমন অহরহ বলি তেমনি বিদেশীদের সাথে আত্তীয়তায়ও আমাদের দেশ প্রধান পিছিয়ে নেই।
এটাও কি শোভনীয় ??
মন্তব্য করতে লগইন করুন