কবিতাঃ ফেরা না ফেরা

লিখেছেন লিখেছেন সালেহ মাহমুদ ০৩ আগস্ট, ২০১৪, ০১:৪৬:০৩ দুপুর

আমারো যাবার কথা ছিল সেখানে, যেখানে নিশ্চুপ তুমি বসে আছ একা

চাঁদের প্রহর গুণে পার করে বিবস্ত্র রজনী আর কামাতুর দখিনা বাতাস

স্বপ্নের চাদর দিয়ে মোড়া পান্ডুর ভালোবাসা নিয়ে বসে আছ তুমি,

সেখানে যাবার কথা ছিল -

কথা ছিল কোটি কোটি টেরাবাইটে লেখা

গল্পের পসরা নিয়ে যাব আর

তোমাকে আমূল বিদ্ধ করে ধ্রুপদী ফন্টে লিখে যাবো কোন নতুন কবিতা।

অথচ কি আশ্চর্য জানো,

শনি আখড়ার জ্যাম আর যাত্রাবাড়ীর মাছের আড়ৎ

পেরিয়ে যাবার সাহস হলো না বলে রসুলপুরের অন্ধকার গলিতে ঢুকে পড়ি

আর কোথা থেকে যেন দুঃস্বপ্নেরা উড়ে এসে

আমাকে জাপ্টে ধরে শূন্যে তুলে নেয়

তারপর থেকে আমি ঝুলে আছি আকাশে, চাঁদের ঠিক কাছাকাছি

প্রেয়সী,

চেয়ে দেখো ভরা পূর্ণিমার ঠিক পাশ ঘেঁষে

আমি ভেসে আছি তোমার নামের আদ্যাক্ষর হয়ে।

তোমাকেই নিয়ে যত ভয় আর গর্ব আমার

তুমি যদি আমাকে ডিলিট করতে না পারো,

তবে আর ঘরে ফেরা হবে না তোমার।

তবুও, দিনের সবটুকু রোদ মেখে তুমি বসে আছ একা...

বিষয়: সাহিত্য

৯৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250405
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৮
একাকী মানুষ লিখেছেন : খুব ভাল হইছে ।
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:১২
194604
সালেহ মাহমুদ লিখেছেন : ধন্যবাদ।
250436
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
ফেরারী মন লিখেছেন : অসাম অসাম হয়েছে ভাই লিখতে থাকুন
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০৩
194754
সালেহ মাহমুদ লিখেছেন : অনেক ধন্যবাদ
251035
০৫ আগস্ট ২০১৪ রাত ০১:১০
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
195434
সালেহ মাহমুদ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File