কবিতা- ভাঙন
লিখেছেন লিখেছেন সালেহ মাহমুদ ০২ আগস্ট, ২০১৪, ১২:২৬:০৪ দুপুর
আমার কাছে কি-ই বা ছিল চাওয়ার এতো?
চাইলে না যা...
আমার কাছে কি-ই ছিল পাওয়ার এতো?
হারালে যা...
অবাক হয়ে ভাবছি আমি অহর্নিশি
তোমার হৃদয় পদ্মে এমন ঘৃণার নদী
কে বহালো, কে ভাসালো বিষের বাণে
কি হারালে, কি-ই বা পেলে, ভাবলে না যে...
হায়রে আমার দুর্ভাগা হে জীবন সাথী
তিন যুগেরও অধিক প্রেমের সেই কাহিনী
ভাঙলে কেন? কেউ জানে না, তুমিও নও
শুধুই জানো জ্বালতে আগুন ধিকি ধিকি...
বিষয়: সাহিত্য
৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন