ফেসবুক দম্পতিঃ
লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ জুন, ২০১৪, ১১:৩২:৩৪ রাত
এক মজার ফেসবুক দম্পতি এর সাথে পরিচয় হল। বাসায় বেড়াতে এসেছিল। এক কমন ফ্রেন্ড এর পোস্টে মন্তব্য করতে গিয়ে হাল্কা তর্ক-বিতর্ক, পরিচয়, বন্ধুত্ব, প্রণয় আর পরিনয়।
দুজনেই নিজেদের প্রোফাইল, ছবি, টাইম লাইন, আর অন্যান্য সেটিংস এর ব্যাপারে সৎ ছিল। যার জন্য বছর খানেকের ফেসবুক হতে সম্পর্কে কোন জটিলতা তৈরি হয়নি। ছেলে থাকতো লন্ডনে আর মেয়ে দেশে।
২০১১ এর পরিচয়, পছন্দ হতে দুই পরিবারের মাধ্যমে ২০১২ তে বিয়ে। সুখেই আছে ২ জনই। মেয়েটা রান্না বান্না পারত না। বিয়ের পর লন্ডনে গিয়ে হাবু ডুবু। কিন্তু ভালবাসা আর বোঝাপড়া থাকলে কোন সমস্যাই আর সমস্যা নয়। ইউটিউব দিয়ে রান্না শিখে কয়েক মাসেই মেয়েটা সবাইকে মুগ্ধ করে দিল। হুম, ডিজিটাল যুগের সুফল তো বটেই। আগে মেয়েরা অনেক টাকার টেলিফোন বিল তুলে মা হতে রেসিপি মুখস্ত করত। এখন ও মায়ের পরামর্শ আছেই, কিন্তু আরও অনেক পদ্ধতি হাতের নাগালেই।
মজার দম্পতি বললাম এই কারনে যে, ছেলেটা প্রচণ্ড ভুলোমনা। মেয়েটা হল তার ম্যানেজার জাতীয়।
জিজ্ঞেস করলাম,
- কবে এসেছ দেশে? ছেলেটা তাকাল মেয়েটার দিকে - কবে যেন? মেয়েটা হেসে বলল ৭ ই মে।
- কয়দিন থাকবে? কবে ফিরবে? ছেলেটা তাকাল মেয়েটার দিকে - কবে যেন? মেয়েটা হেসে বলল ৫ ই জুন।
এভাবে আর কিছু প্রশ্নের উত্তরে ছেলেটা অসহায়ভাবে তাকাল মেয়েটার দিকে। মেয়েটা হেসে বলল,
- দেখেছেন ভাইয়া কি অবস্থা। কিছু করেও না, মনেও রাখতে চায় না।
- ভালই তো। তোমার উপর পুরা নির্ভরশীল। পুরা কন্ট্রোলে থাকবে। দাঁড়াও একটা ফাইনাল পরীক্ষা নেই, ওর মেমরি ঠিক আছে কিনা।
ছেলেটাকে জিজ্ঞেস করলাম,
- তোমাদের পরিচয় কি তারিখে হয়েছিল আর ম্যারেজ ডে কবে?
দুইটা উত্তরই ধমাধম দিয়ে দিল। মেয়েটার মুখে হাসি ফুটল। আমিও হেসে ফেললাম,
- যাও, আর কিছু মনে রাখার দরকার নাই। এই দুইটা মনে রাখলেই লাইফ শান্তিতে কাটবে। বাকিগুলো তোমার বউই মনে রাখবে............।।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সচরাচর এমনটি তো শুনা যায় না!!!
বরঞ্চ এর উল্টোটাই শুনা/দেখা যায়!!!
Thanks a lot.
হায় হায় তোমাকে এতকিছু বলছি কেন? তুমিতো এখন বাচ্চা মানুষ নাক টিপলে কিযেন পরে......
০ ছেলে বেকার নাকি বুদ্ধিপ্রতিবন্দ্বী ?
০ চালাক ছেলেরা ভুলোমনা হয় কি করে ? নাকি GMTT ?
মন্তব্য করতে লগইন করুন