ভাটপারির একটা সীমা থাকা চাই
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ০৩ জুন, ২০১৪, ১১:২৬:১৫ রাত
বাংলাদেশ - মায়ানমার সীমান্ত দিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে বার্মা নাকি বাংলাদেশ আক্রমন করবে, তাদের সেনা প্রস্তুত, চট্রগাম তাদের দখলে নেয়ার জন্য তারা বাংলাদেশ আক্রমন করবে... ইত্যাদি নিউজে জনমনে বিভ্রান্তি তৈরী হচ্ছে!
বাংলাদেশের প্রথম সাড়ির সংবাদপত্র সহ ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠা অনলাইন নিউজ সাইট গুলোতে burmatimes.net সাইটের উপর ভিত্তি করে বিভিন্ন নিউজ আসছে কিন্তু এই সাইটি বাংলাদেশীই কোন বেজন্মা পরিচালনা করছে যা রাষ্ট্রের বিরোধী এবং মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করছে।
burmatimes.net এটা বার্মিজ সাইট নয়!!! ডোমেইন ইনফরমেশন চেক করলেই দেখা যাবে এই ডোমেইনটি নিবন্ধন করা হয়েছে 'Banglatimes.com.bd' প্রতিষ্ঠানের নামে। Mohamed Ibrahim নামে একজন সাইটটি পরিচালনা করে!!! আশাকরি তথ্যটি আপনার পেজের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কতৃপক্ষের দৃষ্টি আকষন হলে তারা যথাযথ ব্যাবস্থা গ্রহন করবে। এবং দেশি নিউজ সাইটগুলোও বিভ্রান্ত হবে না সাথে জনগনও....
পাব্লিকের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য সরকার এমনটা করতে পারে। এই ফাকে আওয়ামী সরকার কোন অপকর্ম করতে পারে। সবাই সজাগ দৃষ্টি রাখবেন।
**(স্ট্যাটাসটা সর্বাত্মক শেয়ার করে মানুষের মনের ভিতি দূর করে দিন)***
প্রমানটা এই লিঙ্কটি দেখতে পারেন.... http://who.is/whois/burmatimes.net
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে!
আওয়ামীলীগ এর কান্ড কারখানা ও প্রতারনা অবজারভ করার চেয়ে, আওয়ামীলীগকে বেঁধে বিচারের কাঠগড়ায় তোলার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানানো যায়।
মন্তব্য করতে লগইন করুন