মধ্যবিত্তের স্বপ্ন আর বাস্তবতা
লিখেছেন লিখেছেন আতিক খান ২০ মে, ২০১৪, ১০:৩৭:১১ রাত
সততা, প্রতিশ্রুতি, নীতি এগুলো এখন শুধুই আভিধানিক শব্দ মাত্র। একজন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ কাকে বিশ্বাস করবে? বিশ্বাস করে প্রতি পদে পদে বিশ্বাস ভঙ্গ হওয়াটাই এখন নিয়মে পরিনত হয়েছে। মানুষ পরিশ্রম করে জীবন ধারনের পাশাপাশি কিছু স্বপ্ন ও দেখে। কিছু সঞ্চয় করে, লগ্নি করে বা ব্যবসায় খাটিয়ে যাই কিছু করার চেষ্টা করুক, সেটা পদে পদে বাধাগ্রস্ত হয়। প্রতি পদক্ষেপে স্বপ্ন ভঙ্গ হবার বেদনায় সে পুড়তে থাকে। সবার উপর বিশ্বাস হারিয়ে কিছু করার আত্মবিশ্বাসই ধীরে ধীরে হারিয়ে যায়......।
একজন উচ্চ মধ্যবিত্ত ভদ্রলোকের উদাহরন দিচ্ছি,
- পরিচিত ভদ্রলোক/আত্মীয়দের পাল্লায় পড়ে ২ বার এমএলএম ব্যবসায় (ডেস্টিনি, ইউনিপে) লগ্নি হারিয়েছেন
- ভাগ্নেকে কয়েক লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন। সেখানেও প্রতারনার শিকার হয়ে ভাগ্নে ৪ মাস পর ফেরত এসেছে।
- একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ভাতিজাকে দেখাশুনা করতে দিয়েছিলেন। বছরখানেক পর উনার প্রতিষ্ঠানকে ডুবিয়ে ভাতিজাই আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলল।
- শেয়ার বাজারে (সেকেন্ডারি মার্কেটে) লগ্নি করে পুঁজি হারিয়েছেন
- দরবেশ বাবার জিএমজি এয়ারলাইন্সের প্রাইমারি শেয়ার কিনে কাগজ হাতে বসে আছেন ২/৩ বছর ধরে। কোম্পানির ও খবর নাই, কর্তৃপক্ষের ও নড়াচড়া নাই।
- একটি রিয়েল এস্টেট কোম্পানিকে টাকা দিয়েছেন ৮-১০ বছর হতে চলল, জায়গা বুঝে পাচ্ছেন না। কোম্পানি কখনো বলছে পরিবেশবাদিরা মামলা করেছে, কখনো বলছে কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে...।।
- একটা ছোট ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন। কাজ বন্ধ অনেক মাস। বছরখানেক ঘুরার পর টাকা ফিরিয়ে নিতে গেলেন। অফিস খরচ দেখিয়ে ১০% টাকা কেটে রেখে দিয়েছে।
- ছেলেকে মেডিকেলে ভর্তি করাতে চান। একজন প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে দেবে বলে কয়েক লাখ টাকা নিয়ে কাজটা করেননি। পরে এক লাখ টাকা খরচ হয়ে গেছে দেখিয়ে বাকি টাকা ফেরত দিয়েছেন।
- ২ টা সিএনজি কিনে ভাড়া দিয়েছিলেন। একটা হাইজ্যাক হয়ে গেলো। আহত ড্রাইভারকে সুস্থ করতে আর সিএনজি ফেরত পেতে মোটা টাকা বেরিয়ে গেল।
যতই স্বপ্ন দেখেন সবই একসময় দুঃস্বপ্নে পরিনত হয়। ঋণের বোঝা বাড়তে থাকে। না পারেন নীতির সাথে আপোষ করতে, না পারেন বেআইনি / শর্টকাট পথ বেছে নিতে। উচ্চবিত্ত হবার স্বপ্নে ডানা মেলা উচ্চ মধ্যবিত্ত সবখানে ধরা খেয়ে পরিনত হন মধ্যবিত্তে/ নিম্ন মধ্যবিত্তে............
বিষয়: বিবিধ
২২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন