বুদ্ধিমান বিজ্ঞাপন নির্মাতা আর বোকা দর্শক

লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ মে, ২০১৪, ০৩:১৩:২৪ দুপুর

বিজ্ঞাপনের জগতে সবচেয়ে বেশি বাজেট থাকে সাধারনত মোবাইল কোম্পানিগুলোর। এক সময় এরাই খুব উদ্ভাবনী আর আকর্ষণীয় সব বিজ্ঞাপন উপহার দিয়েছে। ইদানিং এগুলোর নির্মাতাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি এরা আমাদের নিম্নমানের গাধা মনে করে ভেবে দেখা দরকার।

যেমন সাম্প্রতিক বাংলা লিঙ্কের বিজ্ঞাপনের কথা ধরি। টক টাইম বোনাসের বিজ্ঞাপন।

বাংলালিংক ব্যবহার করে যে টাকা বেঁচেছে, তা দিয়ে নাকি এক ভদ্রলোক অনেকগুলো বাস এর মালিক হয়েছেন।

চলেন হিসাব করে দেখি। একটা মোটামুটি ভালো বাস এর দাম যদি ৫০ লাখ টাকাও (লাক্সারি হলে কোটির উপরে) হয় আমি মোবাইল ফোন হতে টাকা বাঁচিয়ে কত দিনে একটা বাস কিনতে পারব। মধ্যবিত্তকেও হিসাবের বাইরে রাখি। উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কেউ যদি মাসে ১০০০ টাকাও বাঁচায় তার একটা বাসের মালিক হতে লাগবে ৪১৬ বছর। আর ৫ টি হলে এই হিসাবে ২০৮৩ বছর।

বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠলই যখন আরও ২/১ টার কথা বলি। এটা কয়েক মাস আগের।

গ্রামিন ফোন এর 3G TV এর বিজ্ঞাপন। মধ্যরাতে তরুন ছেলের পিছনে পিছনে 3G ধরার জন্য মধ্যবয়সী বাবা মা গিয়ে পড়েন এক বিদেশি লাইভ কনসার্ট এ। তারপর মাঝরাতেই দুজনে কালো সানগ্লাস পড়ে তরুন তরুণীদের সাথে নাচানাচিতে সামিল হন। আমাদের কল্পনা শক্তির এত সীমাবদ্ধতা!! শিখলাম - 3G মানেই বিদেশি মিউজিক কনসার্ট, যাতে বুড়াদের ও দৌড়ঝাঁপ করতে হবে। ওইটাই আল্টিমেট গন্তব্য!!

গ্রামিন ফোন তার আগের দুটো বিজ্ঞাপনেও একই রকম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল একটাতে দেখাল মেয়েরা একটু মোটা হলেই আর প্রেম-ভালবাসার অধিকার নেই। মেয়েটা আগ্রহ প্রকাশ করায় নায়ক এমন ভাব নিয়ে মেয়েটার দিকে তাকাল যেন চিরতার পানি খেয়েছে, নায়কের সুইসাইড করা উচিত। আর ২য় বিজ্ঞাপনে এক ঢিলে দুই পাখি মারতে গিয়ে শিক্ষক এর মেয়ে সিঁড়িতে পিছলা খেয়ে পাখি হয়ে উড়ে উড়ে গায়ের উপর এসে পড়ে!!

এরা নিজেরা যেমন বুদ্ধিমান, দর্শক কেও সেই রকম বুদ্ধিমান মনে করে বোধ হয়। খালি টাকা খরচ করলেই বুদ্ধিমান হওয়া যায় না । তবে বাংলালিংক ব্যবহার করলে বাসের মালিক হওয়া যায়!!

(লিঙ্ক ২ টা দিলাম। বাকিগুলো ও ইউটিউবে পাওয়া যাচ্ছে)

http://www.youtube.com/watch?v=iqLz9iE-DF8

http://www.youtube.com/watch?v=d1kD611KpxM

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216895
০৩ মে ২০১৪ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : সাকিবরে নিয়া Polar যে এড করছে সেইটা কিরাম লাগে ?

০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৩
165118
আতিক খান লিখেছেন : হাহাহা ভাই, আউট অফ দ্য ওয়ার্ল্ড। একদিক দিয়ে ভালই হয়েছে পোলার পেঙ্গুইনকেই এলিয়েনরা নিয়ে গেছে। আমাদের আর খেতে হবে না Rolling on the Floor
216903
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৩ মে ২০১৪ বিকাল ০৪:০৫
165119
আতিক খান লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন। Happy
216922
০৩ মে ২০১৪ বিকাল ০৪:২১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ মে ২০১৪ বিকাল ০৪:৩০
165125
আতিক খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন। Happy
216966
০৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
আহ জীবন লিখেছেন : বাঙ্গালীর পাছা বাঙ্গালীই মারে। বুদ্ধিটা অবশ্যই কোন বাঙ্গালীর।
০৩ মে ২০১৪ রাত ০৯:১১
165195
আতিক খান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
217991
০৬ মে ২০১৪ সকাল ০৫:৩৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার মনে হয় এখানে বুদ্ধির চেয়েও রুচির নিম্নগামীতা বেশী দায়ী, তবে আপনারা বেশি ভাল বলতে পারবেন।
০৬ মে ২০১৪ সকাল ১০:৫৭
166144
আতিক খান লিখেছেন : আপনার সাথে একমত। তবে বিজ্ঞাপনের ক্ষেত্রে শুধু নির্মাতার রুচিই একমাত্র দায়ী নয়, ক্লায়েন্ট ও অনেকাংশে দায়ী। অনেকসময় বাধ্য হয়ে ক্লায়েন্টকে খুশি রাখতেও নিম্নরুচির বিজ্ঞাপন তৈরি হয়। ধন্যবাদ।
218413
০৭ মে ২০১৪ সকাল ১১:৪৮
আবু আশফাক লিখেছেন : বুদাইরাই সাধারণত অন্যদের বুদাই মনে করে।
০৭ মে ২০১৪ সকাল ১১:৫৮
166448
আতিক খান লিখেছেন : হাহাহা, আপনার সাথে সহমত। Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File