বুদ্ধিমান বিজ্ঞাপন নির্মাতা আর বোকা দর্শক
লিখেছেন লিখেছেন আতিক খান ০৩ মে, ২০১৪, ০৩:১৩:২৪ দুপুর
বিজ্ঞাপনের জগতে সবচেয়ে বেশি বাজেট থাকে সাধারনত মোবাইল কোম্পানিগুলোর। এক সময় এরাই খুব উদ্ভাবনী আর আকর্ষণীয় সব বিজ্ঞাপন উপহার দিয়েছে। ইদানিং এগুলোর নির্মাতাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি এরা আমাদের নিম্নমানের গাধা মনে করে ভেবে দেখা দরকার।
যেমন সাম্প্রতিক বাংলা লিঙ্কের বিজ্ঞাপনের কথা ধরি। টক টাইম বোনাসের বিজ্ঞাপন।
বাংলালিংক ব্যবহার করে যে টাকা বেঁচেছে, তা দিয়ে নাকি এক ভদ্রলোক অনেকগুলো বাস এর মালিক হয়েছেন।
চলেন হিসাব করে দেখি। একটা মোটামুটি ভালো বাস এর দাম যদি ৫০ লাখ টাকাও (লাক্সারি হলে কোটির উপরে) হয় আমি মোবাইল ফোন হতে টাকা বাঁচিয়ে কত দিনে একটা বাস কিনতে পারব। মধ্যবিত্তকেও হিসাবের বাইরে রাখি। উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কেউ যদি মাসে ১০০০ টাকাও বাঁচায় তার একটা বাসের মালিক হতে লাগবে ৪১৬ বছর। আর ৫ টি হলে এই হিসাবে ২০৮৩ বছর।
বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠলই যখন আরও ২/১ টার কথা বলি। এটা কয়েক মাস আগের।
গ্রামিন ফোন এর 3G TV এর বিজ্ঞাপন। মধ্যরাতে তরুন ছেলের পিছনে পিছনে 3G ধরার জন্য মধ্যবয়সী বাবা মা গিয়ে পড়েন এক বিদেশি লাইভ কনসার্ট এ। তারপর মাঝরাতেই দুজনে কালো সানগ্লাস পড়ে তরুন তরুণীদের সাথে নাচানাচিতে সামিল হন। আমাদের কল্পনা শক্তির এত সীমাবদ্ধতা!! শিখলাম - 3G মানেই বিদেশি মিউজিক কনসার্ট, যাতে বুড়াদের ও দৌড়ঝাঁপ করতে হবে। ওইটাই আল্টিমেট গন্তব্য!!
গ্রামিন ফোন তার আগের দুটো বিজ্ঞাপনেও একই রকম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল একটাতে দেখাল মেয়েরা একটু মোটা হলেই আর প্রেম-ভালবাসার অধিকার নেই। মেয়েটা আগ্রহ প্রকাশ করায় নায়ক এমন ভাব নিয়ে মেয়েটার দিকে তাকাল যেন চিরতার পানি খেয়েছে, নায়কের সুইসাইড করা উচিত। আর ২য় বিজ্ঞাপনে এক ঢিলে দুই পাখি মারতে গিয়ে শিক্ষক এর মেয়ে সিঁড়িতে পিছলা খেয়ে পাখি হয়ে উড়ে উড়ে গায়ের উপর এসে পড়ে!!
এরা নিজেরা যেমন বুদ্ধিমান, দর্শক কেও সেই রকম বুদ্ধিমান মনে করে বোধ হয়। খালি টাকা খরচ করলেই বুদ্ধিমান হওয়া যায় না । তবে বাংলালিংক ব্যবহার করলে বাসের মালিক হওয়া যায়!!
(লিঙ্ক ২ টা দিলাম। বাকিগুলো ও ইউটিউবে পাওয়া যাচ্ছে)
http://www.youtube.com/watch?v=iqLz9iE-DF8
http://www.youtube.com/watch?v=d1kD611KpxM
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন