বাংলাদেশে সংক্রামক রোগঃ এবার এলো গুম "সামাজিক ট্রমা"
লিখেছেন লিখেছেন আকরামস বিডি ০৩ মে, ২০১৪, ০৩:০৬:৫৫ দুপুর
মানুষ সামাজিক জীব।
পৃথিবীর প্রতিটি দেশ এবং সমাজ কিছু নিয়ম কানুন মেনে চলে। আমরাও তার ব্যতিক্রম নই।
অতীতে এক সময় দেখা গেছে পায়ের রগ কাটাকাটি, কিংবা কুপিয়ে মারা। এরপর বস্তায় বা সুটকেসে ভরে লাশ পাওয়া যেত। তারপর কথায় কথায় পটকা ফোটানোর চল এসেছে। এরপর আত্মহত্যা এবং এক রশিতে আত্মহত্যা। তারপর এলো মুক্তিপন বানিজ্য।এখন চলছে গুমের যুগ।
অতীতের ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে যে, এইগুলি অনেকটা সংক্রামক রোগের মতই সমাজে ছড়িয়ে পড়ে। কিছুদিন ধারাবাহিকতা বজায় রেখে চলে, আবার আরেকটা এসে পুরানোটার জায়গা দখল করে নেয়। যেন অনেকটা ফ্যাশনের মতো।
সমাজের এই দুষ্ট ক্ষত সারাতে হলে রাষ্ট্রের ভূমিকা অপরিসীম। এখনই কঠোর আইন করে এই সমস্ত অপরাধীদের দমন করা না গেলে আমাদের ভবিষৎ প্রজন্মদের পতন বসে বসে দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না।
আরো এখানে পড়ুনঃ http://www.psychobd.com
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সংক্রামক রোগের জীবানু মনে হয় আইডেন্টিফাই হইতাছে । তবে কিছুটা ঝাপসা ঝাপসা দেখাইতাছে ম্যাক্রোস্কোপে ।
মন্তব্য করতে লগইন করুন