এভাবে কদ্দিন চলা যাবে মুর্শিদ-উল-আলম

লিখেছেন লিখেছেন মুর্শিদউল আলম ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:৩৭:৫৫ দুপুর



এভাবে কদ্দিন চলা যাবে

তুমি পাশে আছো বলে তৃষ্ণা, ক্ষরা, ভয়

না,কাছে ভেড়ে না

ব্যাপক তৃষ্ণার মাঝে তোমার চাহনি ঢেলে দেয় প্রশান্তির মেঘ

এতটুকু হাসি এনে দেয় গিরিস্পর্শী সুখ!

তোমাকে ঘিরেই স্বপ্নরা সোনালী চলাচলে মাছ

তোমাকে নিয়েই ভাবাভাবি, কল্পনার কানাঘুষা

কি আর দেব এ অচিনিশ্চিত যাত্রায়

গন্তব্য খুঁজতে গিয়ে দেখি

নদীগুলো শুকিয়ে শুকিয়ে মরা, সুপেয় পানির টানে

কেউ অশ্রু ফেলে, কেউ উদ্বিগ্ন চাতক

পথ চলতে চলতে কোথায় যে এসে পড়লাম

চারপাশে মুখ বধিরের আনাগোনা

গন্তব্যের খোঁজ নেই কোনো চোখে

নেই লক্ষ্যে যাওয়ার কোন পরিকল্পনা

স্থবির শরীরে গোশতের আস্তরণ কৃত্রিম কৃত্রিম মনে হয়

অদ্ভূত স্বপ্নের নেশায় বিভোর সব

রোবোটিক চলাচল, নেই কোনো উৎকণ্ঠা!

নিয়ম অনিয়মের খিঁচুড়িতে দৃষ্টি প্রতিবন্ধী

পথচারীদের মিছিলে হারিয়ে গেছে পথ

নিজেকেও মাঝে মাঝে ভীষণ অচেনা মনে হয়

শুধুমাত্র তোমাকে চিনতে এতটুকু ভুল হয়না কখনো।

শুধুমাত্র তোমাকে চেনাই সহজ।

ব্যাপক তৃষ্ণার মাঝে তোমার চাহনি ঢেলে দেয় প্রশান্তির মেঘ

এতটুকু হাসি এনে দেয় গিরিস্পর্শী সুখ!

………….

বিষয়: বিবিধ

৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File