ব্লগ বন্ধুদের মতামত চাই

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৫ এপ্রিল, ২০১৪, ০৩:৩৫:৪৯ দুপুর

আমি এবার ধারাবাহিকভাবে কিছু লেখা দিতে চাই হেফাজত ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা নামে।

বন্ধুরা আমি এ ব্যাপারে আপনাদের প্রকৃত মতামত চাই। যদি আপনারা কষ্ট পড়ে আমাকে কোনো উপদেশ দিতে রাজী থাকেন তাহলে আগামীকাল থেকেই পোষ্ট শুরু করব ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208215
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০২
হতভাগা লিখেছেন : হেফাজতের ১৩ দফা নিয়ে লিখবেন ভাল কথা ।

তবে উনাদের এরশাদের মত very recent পল্টিবাজী তো আপনাকে তাদের ব্যাপারে বেকায়দায় ফেলে দেবে ।
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
156908
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সেটা দেখা যাবে। আমার বুদ্ধি বিশ্লেষণে যদি তেমন কিছু দেখা যায় তবে তা উঠে আসবে লেখায়।
208244
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
বেআক্কেল লিখেছেন : মতামত দেবার জন্য আমি খারাইয়া আছি, লিখেন কি জানতে চান..........
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
156909
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
208251
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
সালাহ খান লিখেছেন : ওনাদের ব্যাপারে লিখতে গেলে অবশ্যই রাসুলের সঃ জীবনী নিয়ে আপনাকে ঘাটাঘাটি করে লিখতে হবে , এবং রাসূলের সঃ রাজনৈতিক জীবনীর সাথে এদের সম্পর্ক জুড়ে দিতে হবে
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
156947
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। দেখা যাক, চেষ্টা করে কত দূর কী করা যায়...
208268
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ইনশোআল্লাহ আপনি সবাইকে পাশে পাবেন। এটা আমার আশা
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
156948
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ এমরুল কায়েস ভুট্টো। অপেক্ষায় থাকুন আগামীকাল পর্যন্ত।
208361
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
কেলিফোরনিয়া লিখেছেন : কলম যুদ্ধে স্বাগতম। পূর্ণ সমর্থন থাকবে, আপনার প্রচেষ্টার প্রতি। জাজাক আল্লাহ্‌ খাইরান। Bee Bee
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৮
157287
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অনেক ধন্যবাদ। সাহস পাচ্ছি।
208461
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। জাজাকাল্লাহু খায়রান।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
157290
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকেও উত্তম বদলা দান করুন।
208471
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৩২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে ভাই আগে লিখা পোস্ট করেন। তার পর মতামত খয়রাত চাইয়েন।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২০
157292
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : হা হা হা....ভালোই কইছেন ভাই।
208541
১৬ এপ্রিল ২০১৪ রাত ০১:৩১
সবুজেরসিড়ি লিখেছেন : তাদের সম্পর্কে লিখবেন ভাল কথা কিন্তু তারা যে ইউর্টান করছে . . . দেখা যাবে আপনার লেখার সাথে কোন মিল রইল না . . .
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২০
157293
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দেখা যাক, লেখা কোথায় গিয়ে থামে।
208572
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই, হেফাযত এখন নিজেদের হেফাযতে ব্যাস্ত।
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২২
157296
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : শুধু তারা নয় সকলেই নিজেদের হেফাজতে ব্যস্ত। বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামায়াত, বাম দল সব সব।
১০
208641
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রাজনীতি'র নামে কেউ অরাজকতা করে, কেউ আবার অ-রাজনৈতিক দাবি করে রাজনীতি করে। ...... এসবের আগামাথা কিছুই বুঝিনা। তাই দুরে থাকতে চাই রাজনীতিথেকে।

তারপরও যেহেতু আপনি লিখতে চান, লিখতে কোন বাধা নেই। হাতে সময় থাকলে হয়তো পড়তেও পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File