লাখো চোখে ধর্ষিত হও
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২০ জুন, ২০১৪, ১০:০৮:৩৪ রাত
যে পোশাকে তোমায় দেখতে ভালো
যে সাজে তোমায় মানায় ভারী
কিংবা আমি বিমুগ্ধ হয়ে যাই
যে অলংকার পরালে তোমায়,
তোমাকে তেমনি সাজাবো আমি
একান্তই নিজের জন্য হে নারী
আর কারো জন্য নয়, মোটেও নয়।।
রাজী থাকো বা না-ই থাকো তুমিতো আমার
অন্য কারো নও অথবা নও কোনো পণ্য;
আমি চাইনে তুমি উদোম শরীরে,
ফিনফিনে পোশাকে কিংবা কারেন্ট জালে
আবদ্ধ হও, সাজো রাণীমৌমাছি
লাখো চোখে ধর্ষিত হও প্রিয়তমা
আমি তা চাইনা মোটেও না।
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু দেশের মডেল তাঢ়কা দের কথা শুনে মনে হচ্ছে তারা ধর্ষিত হচ্ছেন না। বরং আরো অনেককে তাদের রুপ দেখিয়ে ধর্ষন করছেন।
মিডিয়াজগতে আমিও জড়িত, কাজেই আমার সামনে এমন চ্যালেঞ্জ দিতে কেউ পারবেনা। এ জগতে শরীরছাড়া উন্নতির
এ বৃত্ত থেকে বেরুনোর উপায় বের করতে আপনার দায়িত্ব অনেক-
সংস্কৃতির অংগনে তো একটা আসনও খালি থাকার নয়- ভালো কাউকে বসাতে না পারলে মন্দ দিয়েই সেটা পূরণ হয়!!
কিন্তু নাগরিকসমাজ ও সরকার যখন মন্দের পৃষ্ঠপোষক হয় তখন বিবেকবানের জন্য সেটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়!
আমি এর শেকড় কাটতে চাই (সংগ্রহ : সপ্তাহিক সোনার বাংলা ৫-৭-১৯৯১)
কবি সোলায়মান আহসান ছিলেন সাহিত্যসম্পাদক যিনি আমার সেই কবিতা ''আমি এর শেকড় কাটতে চাই'' নামেই ছাপেন।
আপনাকে অনেক ধন্যবাদ
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
হাদিসটির বাংলা অনুবাদের সারংশ
নারী পুরুষ দু'দল জাহান্নামীদের মধ্যে প্রথম দলের অবস্থা হচ্ছে এমন যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় গরুর লেজের মত সব সময় তাদের সাথে একটি অস্ত্র রাখবে যা দিয়ে মানব সমাজে ফিতনা ফ্যাসাদ ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়াবে, সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলবে।
অন্যদলটি হচ্ছে নারীদের, যারা এমন পোষাক আশাক পরিধান করবে যে পোষাকে তাদের শরীরের লোভনীয় গুপ্ত অঙ্গগুলো আরো আকর্ষণীয়ভাবে জাহির করবে, তাদের পড়নে কাপড় থাকবে কিন্তু তার পরেও তাদের অঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যাবে, তারা এভাবে অশালীন বস্ত্র পড়ে অন্যদের আকৃষ্ট করার চেষ্টা করবে এবং তাদের অন্তরেও সেই বাসনা থাকবে যে, পরপুরুষরাও যেন তাদের দিকে আকৃষ্ট হয়, তাদের মাথার চুল হবে উঠের চোটের চেয়েও সুন্দর। এরাই হচ্ছে জাহান্নামী। জান্নাতের সুগ্রাণ তারা ঘুণাক্ষরেও পাবে না।
মন্তব্য করতে লগইন করুন