সাতটি অক্ষরের সমন্বয়ে গঠিত “বিসমিল্লাহ” উচ্চারণ করলে ৭০ টি নেকী আমলনামায় লেখা হবে
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২০ জুন, ২০১৪, ১০:০০:৪০ রাত
===========বিসমিল্লাহ=========
আরবী অক্ষরে বিসমিল্লাহ লিখতে সাতটি অক্ষরের প্রয়োজন হয় এবং এ বাক্যটি পবিত্র কোরআনের আয়াত। হাদীসে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলে একটির বিনিময়ে দশটি নেকী দেয়া হবে। সুতারাং আল্লাহ তায়ালাকে সন্তুষ্ঠ করার নিয়তে দৃঢ় বিশ্বাসের সাতটি অক্ষরের সমন্বয়ে গঠিত “বিসমিল্লাহ” উচ্চারণ করলে ৭০ টি নেকী আমলনামায় লেখা হবে। এভাবে প্রত্যেকটি কাজের বিনিময়ে নারী-পুরূষ সকলেই যদি “বিসমিল্লাহ” উচ্চারণ করে, তাহলে অনুমান করা যেতে পারে প্রত্যেক দিন তার আমলনামায় কি পরিমাণ নেকী জমা হবে।
উৎসঃ
(জান্নাত লাভের সহজ আমল-১৯৪)
আসুন আমরা এই জগন্য ব্যক্তির কথায় কান না দিয়ে আজ থেকে আরো বেশী বার বিসমিল্লাহ উচ্চারণ করি। হে আল্লাহ! এই সকল জগন্য ব্যক্তিদেরকে তুমি হেদায়াত দান করিও। আমিন।
বিষয়: বিবিধ
২২১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মুরগি চোর আবার কি বুঝে ইসলাম সম্পর্কে ,,ধন্যবাদ ভাইয়া
ইদফা' বিল লাতি হিয়া আহসান- এর সুন্দর আমল করেছেন
মন্তব্য করতে লগইন করুন