ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে সাবধান, মৃত্যুও ঘটতে পারে!!
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২২ মার্চ, ২০১৪, ০২:৫৫:৪২ দুপুর
ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে সাবধান, মৃত্যুও ঘটতে পারে!!
ছিনতাইকারী আশেপাশে থাকতে পারে আর এই মহিলার মত আপনারও পরিণতি হতে পারে । দেখুন-এটা ভারতের ঘটনা Click this link
এমন ঘটনা এদেশেও ঘটে। কিন্তু হত্যার নজির নেই আপাতত। শুধু কার্ড ছিনতাই করে পিন নম্বর নিয়ে গেছে এমন ঘটনা আমার জানা আছে। অথবা কার্ড কেড়ে নিয়ে অস্ত্রের মুখে পিন নম্বর দিয়ে টাকা তুলে নিয়ে গেছে। পিন না দিলে অস্ত্র ধরে কার্ডসহ পিননম্বর নিয়ে গেছে এবং পরে টাকা তুলে নিয়েছে।
সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, ব্যাংকের বুথগুলোর শাটার যেন ব্যাঙ্কের লোক এবং নিয়োজিত নিরাপত্তা কর্মী ছাড়া আর কেউ বন্ধ করতে না পারে, তার নিশ্চয়তা দিতে হবে।আর অবশ্য প্রতি বুথে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রাখতে হবে। সিসি টিভি থাকায় এই অপরাধী ধরা পড়তে বাধ্য কিন্তু জীবন তো ফিরে আসবেনা।তাই সিসিটিভিও বাধ্যতামূলক করতে হবে।
আর এটিএম বুথে যারা যান, তাদের উচিত নিরাপত্তা কর্মীবিহীন বুথ এড়িয়ে চলা এবং জনবহুল বুথে গ্লাসঘেরা বুথে যাওয়া। সিসিটিভি আছে এমন বুথও খুঁজে বের করা উচিত।
এই মহিলার জীবনের মত কারো নির্মম পরিনতি আমরা চাইনা।
নিরাপত্তাকর্মী ও সিসিটিভিবিহীন এটিএম বুথকে ''না'' বলুন
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন কিছু বলে না কেন? মন্তব্যও কপি করলে চলে?
আমি সাধারনত বুথে গেলে সাধারনত একজন কে নিয়ে যাই।
আমার এক ভাইয়ের পরিচিত লোককে ছুড়ি দিয়ে জখমও করা হয়েছিলো ভুল পিন দেয়ার কারনে ।
তাই সাবধনতা অবলম্বন প্রয়োজন।
ওরা ছিল ফিলিস্তিনি রিফিউজি ওখানে আশ্রয় পেয়ে এসব অপকর্মের সাথে জড়িত হয়েছিল।
মন্তব্য করতে লগইন করুন