বাচ্চাদের কার্টুন দেখা থেকে বিরত রাখার ক্ষেত্রে ভাইদের কাছ থেকে পরামর্শ চাই
লিখেছেন লিখেছেন মিজবাহ ২২ মার্চ, ২০১৪, ০৩:১৬:১৫ দুপুর
আজকাল বাচ্চাদেরকে কার্টুন দেখা থেকে বিরত রাখা অস্বাভাবিক ব্যাপার। কার্টুন দেখার সময়টি কিভাবে কমানো যায় বা আপনাদের কাছে কোন কার্টুনের সোর্স আছে যা দেখলে তাদের দুনিয়াবি এবং আখেরাতে উপকারে আসবে। আমার বিশ্বাস পিতা-মাতা বাচ্চাদের প্রচুর সময় দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকুম আল্লাহ খাইরান।
ধন্যবাদ
আমার কাছে মনে হয় বাচ্চারা কার্টুন দেখে তখনই যখন আমরা তাদের সময় দিতে পারি না। আবার যখন তারা খাবার খায় তখন দেখে।আমরা ভাবি, খাবার টা তো খাচ্ছে। সুতরাং আমি মনে করি যদি আমরা বেশি বেশি সময় তাদের দিতে পারি তাহলে তাদের কার্টুন দেখা কমে যাবে। সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খাবার খেলে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যায়। আবার কার্টুন না দেখে ওদের সাথে খাতা কলম নিয়ে বসলে খুব আগ্রহ নিয়ে শিখতে চায়।
আবার অনেক ভালো সফটওয়্যার অথবা এপ্লিকেশন আছে যেগুলো ওদের দেওয়া যেতে পারে।
হা, কার্টুন ও দেখতে পারে, তবে সেটা হালাল হওয়াটা জরুরী। আমরা দেখতে দেওয়ার আগে এডিটিং করে দিতে পারি।
আমি ব্যক্তিগতভাবে টম এ্যান্ড জেরির পক্ষে না কিন্তু শিক্ষামূলক কার্টুনের পক্ষে।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন