প্রথমপাতায় পোস্ট ও কমেন্ট করার সুবিধে এবং পোস্টের বিভাগ প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১৪ মার্চ, ২০১৪, ১১:১১:২৯ সকাল

৫দিন হলো আমি এই পরিচ্ছন্ন ব্লগের সদস্য। অনেক ব্লগেই লিখি আমি যেমন সামু, আমার ব্লগ, চতুর্মাত্রিক, ইশটিশন, নাগরিক ব্লগ ইত্যাদি।

এসব ব্লগে দ্রুত সদস্য হওয়া যেমন যায় তেমনই প্রথমপাতার সুযোগও পাওয়া যায়। কিন্তু অধিকাংশ পোস্ট ভীষণ নোংরামীতে ভরা। গালাগাল ও একে অপরকে অপমানের আখড়াও এসব ব্লগ।

কিন্তু বিডি টুডেতে নিবন্ধনের পর ৩টি পোস্ট না দিলে প্রথপাতার বা পোস্ট করার সুবিধে পাওয়া যায়না। মন্তব্যও করা যায়না। আমি মনে করি এটা সামুর চেয়ে অনেক সহজ পদ্ধতি। তবে জনবান্ধব ও সম্পূর্ণ নিরপেক্ষ পন্থা নয়। নিয়মটা একটু একপেশেও মনে হয়।

কারণ আমরা যারা লিখি তারা ৩টি পোস্ট দিয়ে উৎরে যেতে পারলেও যারা লিখতে পারেনা, তাদের কী হবে সে সমাধান কিন্তু নেই?

যারা শুধুই পোস্ট পড়ে এবং অন্যের পোস্ট থেকে শেখে অনেক কিছু; কিন্তু পোস্ট করতে পারেনা বা চায়না, তাদের কী হবে সে সমাধানও নেই । আবার এমন পাঠকের সংখ্যাও সবচে বেশী যারা সদস্য না হয়ে শুধু পড়ে এবং মন্তব্য করতেও চায়না। তাদের অবশ্য ভিজিটর বলা হয়--তারা সাধারনত অনলাইন ব্লগারের চেয়ে ৪/৫ গুন বেশী থাকে। তাদের কথা আমি বলছিনে।

আমি দেখেছি অনেকেই ১বছর থেকে পোস্ট করেনি বলে প্রথমপাতায় কমেন্টের সুযোগ থেকে বঞ্চিত আছেন। আমার পরামর্শেও ক'জন সদস্য হয়েছে কিন্তু এমন সমস্যায় পড়ে তারা হতাশ; কারণ তারা চায় শুধু পোস্ট পড়ে মন্তব্য করতে।

আবার ২ জন ৪টি করে পোস্ট দিয়েও প্রথমপাতার সুযোগ এখনো পায়নি। মন্তব্যও করতে পারেনা--

আরেকটি কথা, পোস্টের বিভাগ বা ক্যাটাগরি আরো বেশী হওয়া দরকার যেমন--নারী, শিশু বিজ্ঞান, খেলাধুলা, প্রবাস ইত্যাদি। এতে বিভাগভিত্তিক ব্লগ বা লেখা খুঁজতেও সুবিধে হয়।

তাই মডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি-এ ব্যাপারে।

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192082
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
চোথাবাজ লিখেছেন : ;Winking ;Winking ;Winking Waiting Waiting
১৪ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
142983
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ
192091
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : কারণ আমরা যারা লিখি তারা ৩টি পোস্ট দিয়ে উৎরে যেতে পারলেও যারা লিখতে পারেনা, তাদের কী হবে সে সমাধান কিন্তু নেই - সহমত।
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:১৩
142992
শাহ আলম বাদশা লিখেছেন : পড়া এবং সহমত পোষণ করায়Good Luck Good Luck Good Luck Good Luck
192151
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : একতা।
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
143074
শাহ আলম বাদশা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
192170
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই তো লিখবারও পারি ন, পইড়বারও পারি ন। ভিজিট কইরতে পারলেও চোখে জ্যোতি না থাকবার কারণে দেইখবারও পারি ন। অহন মোর লিগ্যা কুনো নসিহত আছে নি?
১৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
143073
শাহ আলম বাদশা লিখেছেন : কাঠের চশমা পরলেই পাইরমেন বাহে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File