২০২১ সালে বাংলাদেশ কে ভারতের অঙ্গরাজ্য ঘোষণা!!!

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১৪ মার্চ, ২০১৪, ১০:৫৭:০২ সকাল

সম্ভাব্য কোন এক দার্শনিক বলেছিলেন, "কোন জাতির উপর আধিপত্য বিস্তার কিংবা ধংস করতে চাইলে প্রথমে তার সংস্কৃতি ধংস করে দাও, তাহলে ঐ জাতি এমনেতেই তোমার কর্তৃত্ত্বাধীনে চলে আসবে"

ভারতীয় সংস্কৃতিক আগ্রাসনে আমরা হারাতে বসেছি আমাদের নিজ্বস্ব সংস্কৃতি, গতকালের 'BCB Celebration Concert তার একটা জ্বলন্ত উদাহরণ!

সংস্কৃতি হচ্ছে একটি জাতির আত্নিক, ব্যক্তিগত, বুদ্ধিগত এবং আবেগ গত চিন্তা এবং কর্ম ধারার প্রকাশ, শিল্প এবং সাহিত্য হচ্ছে এর অন্যতম বাহক। বিশ্বময় একটি অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতি কে বিশ্বের দরবারে তুলে ধরে বিশ্ববাসিকে জনান দেয়ার কথা, সেখানে আমরা দেখলাম অন্যের সংস্কৃতি একক আধিপত্য! অনুষ্ঠানটি দেখে আমার কেবলই মনে হয়েছে আমরা বোধহয় ভারতের কোন অঙ্গ রাজ্য!

এই রকম খেলার আয়োজক দেশ হিসেবে, যে দেশই খেলার আয়োজন করে থাকে আমরা সাধারণত দেখে থাকি সে দেশ গুলো তাদের কৃষ্টি-কালচারাল সুন্দর ভাবে তুলে ধরে বর্হিবিশ্বকে জানান দিয়ে থাকে। আর আমরা! আমরা কি করলাম? অন্যের সংস্কৃতির গোলাম হলাম!! আর সেটা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি তৃপ্তির হাসিটাই না হাসলেন! কি চমৎকার!!

ধিক তোমাদের শত ধিক।

আর এই ভাবে যদি তারা একের পর এক সফল ভাবে সংস্কৃতিক আগ্রাসন চালাতে থাকে তাহলে ২০২১ সালের মধ্যে যদি কাকতালীয় ভাবে তারা বলে বসে এটি ভারতের অঙ্গরাজ্য তখন হয়ত আমার দেশের সংস্কৃতিক শৃঙ্খলে আবদ্ধ মানুষ গুলো কোন প্রতিবাদ ছাড়াই স্বীকার করে নেবে এই দেশ ভারতের অন্যতম অঙ্গরাজ্য!

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192102
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
সন্ধাতারা লিখেছেন : People of Bangladesh are living in the dark and they have forgotten to raise their voice. Thanks for nice writing alhamdulillah.
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
143019
ফাহিম মুনতাসির লিখেছেন : thanks
192152
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু ঐ ঘোষনাটাই বাকি।
192169
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ২০১৪ সালে বাকি আছে কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File