ঊটপাখির চেতনা
লিখেছেন লিখেছেন রিদওয়ান বিন ফয়েজ ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২২:৪৬ দুপুর
চেতনাধারীরা কোথায় রে ? লুকিয়ে গেল কচুবনে?
আধিপত্যবাদী ভারত আজ প্রশ্ন তোলে শহীদের রক্তে ভেজা আমার স্বাধীনাতা নিয়ে। তামাশা করে আমার স্বাধীনতা কে। যখন বাংলাদেশে ইসলামি চিন্তাবিদদের তথা কথিত একটি ট্রাইবুনাল দিয়ে জুডিসিয়াল কিলিং করা হচ্ছে, তখন বাংলাদেশে কৃত্রিম ঊপায়ে গড়ে তোলা হল এক জাগরন, যেখানে রাতের আঁধারে কি হয়েছে তা আপামর জনতার অজানা নয়। নাই বললাম ঐ চেতনার কথা। এখন জুডিসিয়াল কিলিং এর বিরুদ্ধে কেঊ কথা বললে, সেই ব্যক্তিই স্বাধীনত বরোধী হয়ে যায়, যদি ও সে ৭১ এর রনাঙ্গনের মুক্তিযোদ্ধা হোক না কেন। চেতনাধারীদের তখন শুরু হয় হাউমাউ কান্না, দেশগেল, স্বাধীনতা গেল বলে চিৎকার, আহা সেকি মায়া!
আজ ভারত, গুন্ডের (হিন্দি সিনেমা) মাধ্যমে আমার স্বাধীনাতাকে অপমান করছে কোথায় সেই চেতনা ধারীরা? ঊটপাখির মত মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে চলছে নাকি? দায়সারা একটি ঘোষনাই কি যথেষ্ঠ? কোথায় হারিয়ে গেল রাতের শাহাবাগের সেই চেতনা? আজ প্রশ্ন জাগে মনে, শাহাবগীদের যৌবন কি ওখানেই ফুরিয়ে গেল নাকি? এ ধরনের দ্বি-চারিতাকে কখনো বীর বাংলাদেশী জাতি ক্ষমা করবে না।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন