"হায়রে মানবধিকার কমিশনের চেয়ারম্যান" !!!
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৩:৪২ দুপুর

এই সরকারের আমলে ইসলামের বিরুদ্ধে বললে এই সরকারের সকলেই খুশী হয় । তাদের পুরস্কার বা প্রমোশন হয় । যার জন্য ইসলামকে যে যেভাবে পারে যথেচ্ছভাবে অনর্গল বলে যাচ্চে্ ।
সবকিছুর একটা অধিকার আছে তার নিজের সরুপটা বজায় থাকার জন্য কিন্তু মুসলমান ও ইসলামের মনে হয় সে অধিকার নেই এই দেশে এই সরকারের আমলে ।
ছবিতে দেখুন যারা বসে আছেন তাদের মাঝে একজন আছেন যিনি মানবের অধিকার নাকি রক্ষা করার দায়িত্বে আছেন । এই দায়িত্বে থেকেও নিজের দায়িত্বটাও ভুলে গেছেন। চারিদিকে এত মানবের অধিকার লঙ্ঘিত হচ্ছে উনার চোখে তা ধরা পড়ে না।
উনি মিশরের ফেরাউনদের সমর্থিত সরকারের আইন বাস্তবায়ন করার জন্য বাংলার ফেরাউনদেরকে পরামর্শ দিচ্ছেন। মিশরে যেমন বলা হয়েছে খুতবায় রাজনীতির কোন কথা বলা যাবে না । সেটা তাদের দেশের ব্যাপার তাই বলে আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করতে হবে ? এই না হলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান । তিনি অহরহ প্রমাণ দিচ্ছেন সবার অধিকার রক্ষা করা যাবে কিন্তু মুসলমান ও ইসলাম যেখানে জড়িত তার অধিকার রক্ষা করা যাবে না। যদিও উনি নিজেকে মুসলমান বলে দাবী করেন।
এভাবে চারিদিক থেকে নাস্তিক মুরতাদ,মুশরিক ও মুনাফিকরা আস্টেপিস্টে বেধে মুসলমানদের ও ইসলামের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে । এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে প্রতি গ্রামে মহল্লায় ২টি জনগোষ্ঠী সৃষ্টি হবে যারা পাষ্পারিক কোন্দলে লিপ্ত থাকবে এবং পরিণতিতে এই সব ইসলাম বিদ্বেসীদেরকে মানুষ জানাযার নামাজ পড়া বর্জন করবে।
আল্লাহ আমাদেরকে এই অভিশাপ থেকে বাচান। আমীন।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ১৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ইনি আরেক পাগল মাদ্রাসা বন্ধ করতে চান । উনি ভাবিনি যদি কোন মৌলভী তারা বাপদাদার বিয়ে না পড়াত তাহলে উনাদের পরিচয় যে জারজ হো।
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন