"হায়রে মানবধিকার কমিশনের চেয়ারম্যান" !!!

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৩:৪২ দুপুর



এই সরকারের আমলে ইসলামের বিরুদ্ধে বললে এই সরকারের সকলেই খুশী হয় । তাদের পুরস্কার বা প্রমোশন হয় । যার জন্য ইসলামকে যে যেভাবে পারে যথেচ্ছভাবে অনর্গল বলে যাচ্চে্ ।

সবকিছুর একটা অধিকার আছে তার নিজের সরুপটা বজায় থাকার জন্য কিন্তু মুসলমান ও ইসলামের মনে হয় সে অধিকার নেই এই দেশে এই সরকারের আমলে ।

ছবিতে দেখুন যারা বসে আছেন তাদের মাঝে একজন আছেন যিনি মানবের অধিকার নাকি রক্ষা করার দায়িত্বে আছেন । এই দায়িত্বে থেকেও নিজের দায়িত্বটাও ভুলে গেছেন। চারিদিকে এত মানবের অধিকার লঙ্ঘিত হচ্ছে উনার চোখে তা ধরা পড়ে না।

উনি মিশরের ফেরাউনদের সমর্থিত সরকারের আইন বাস্তবায়ন করার জন্য বাংলার ফেরাউনদেরকে পরামর্শ দিচ্ছেন। মিশরে যেমন বলা হয়েছে খুতবায় রাজনীতির কোন কথা বলা যাবে না । সেটা তাদের দেশের ব্যাপার তাই বলে আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করতে হবে ? এই না হলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান । তিনি অহরহ প্রমাণ দিচ্ছেন সবার অধিকার রক্ষা করা যাবে কিন্তু মুসলমান ও ইসলাম যেখানে জড়িত তার অধিকার রক্ষা করা যাবে না। যদিও উনি নিজেকে মুসলমান বলে দাবী করেন।

এভাবে চারিদিক থেকে নাস্তিক মুরতাদ,মুশরিক ও মুনাফিকরা আস্টেপিস্টে বেধে মুসলমানদের ও ইসলামের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে । এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে প্রতি গ্রামে মহল্লায় ২টি জনগোষ্ঠী সৃষ্টি হবে যারা পাষ্পারিক কোন্দলে লিপ্ত থাকবে এবং পরিণতিতে এই সব ইসলাম বিদ্বেসীদেরকে মানুষ জানাযার নামাজ পড়া বর্জন করবে।

আল্লাহ আমাদেরকে এই অভিশাপ থেকে বাচান। আমীন।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183912
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
আমি মুসাফির লিখেছেন :


ইনি আরেক পাগল মাদ্রাসা বন্ধ করতে চান । উনি ভাবিনি যদি কোন মৌলভী তারা বাপদাদার বিয়ে না পড়াত তাহলে উনাদের পরিচয় যে জারজ হো।
183914
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাই কানার কথা নিয়ে মাথা গামিয়ে লাভ নাই।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
136071
আমি মুসাফির লিখেছেন : কানা কি এমন কানা যে নিজের অধিকারের কাথা ভুলে যায় । সেও তো মুসলমান তার অধিকার আর আমার অধিকারের পার্থক্য কি ? ধন্যবাদ মন্তব্যের জন্য ।
183921
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা ছুছিল নাস্তিক
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪১
136084
আমি মুসাফির লিখেছেন : এটা ঠিক তাই বলে এত নীচ হতে হবে !!
183922
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন : পুরাই ফাউল একজন লোক । একে যতই দাম দিবেন সে ততই বক বক করবে ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
136085
আমি মুসাফির লিখেছেন : তার নিজের যে দাম আছে একথা যদি বুঝত তাহলে তো অন্তত কিছুটা বকবকানি কমতো কিন্তু বরক্তিকর বকবকানি করে। ধন্যবাদ।
183928
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
রবিন লিখেছেন : হিহিহি । ওরা কেঠা ? মানুষ তো ?
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
136149
আমি মুসাফির লিখেছেন : আপাদমস্তক দেখতে মনুষ্যাকৃতি কিন্তু মনুষ্যত্বহীন যার জন্য হুশওয়ালাদের কাতারে ঠাই নাই চতুস্পদের মধ্যেই গণ্য।
183951
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৮
জাগো মানুস জাগো লিখেছেন : Shala re juta mara uchit. Hot Hot Hot Hot Hot
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
136150
আমি মুসাফির লিখেছেন : ওর কপালে কবে যে জুতা পড়ে তা দেখার অপেক্ষা করতে হবে। তবে পড়বে নিশ্চিত। ধন্যবাদ।
183956
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৪
তিতুমির লিখেছেন : ভিক্ষার চালের আবার আকারা আর নাকারা । অনেক ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
136151
আমি মুসাফির লিখেছেন : ঠিকই বলেছেন। একমত। ধন্যবাদ।
183961
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
বেআক্কেল লিখেছেন :
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
136152
আমি মুসাফির লিখেছেন : ভাল লাগল তার দপ্তরের নতুন যথাযথ নাম করনের জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ।
184019
২৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
সজল আহমেদ লিখেছেন : হতভাগা চরম বলেছেন
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
136167
আমি মুসাফির লিখেছেন : ওরমত হতভাগা আর কে আছে যে একজন মুসলি হয়ে এমন কথা বলতে পারে?
ধন্যবাদ।
১০
184063
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বেয়াদবের বাচ্চা বেয়াদব মিজান
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:২৫
136855
আমি মুসাফির লিখেছেন : ডক্টরেট ডিগ্রীটাই যেন এই রকম বেয়াদবির জন্য দেয়া হয়েছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File