শুধু পরকালে মুক্তি দি-ও
লিখেছেন লিখেছেন bojrokonTho ০৭ মার্চ, ২০১৪, ০৩:০৬:২৯ দুপুর
অনেকদি হল মনোযোগ দিয়ে পাখির গান শোনা হয়না।
আজ কাছে কোথাও ডাকছিল পাখিটা। তন্ময় হয়ে শুনতে লাগলাম।
সুযোগ পেয়ে অতীত স্মৃতিগুলো এসে ভাবনায় ভীড় জমালো।
সেই শালিক ছানা খুঁজে বেড়ানো দিনগুলো।
দল বেঁধে বৃষ্টিতে ভিজে আম কুড়ানো।
স্কুলে বন্ধুদের সাথে দাপাদাপি।
আলিফ লায়লা দেখার অপরাধে মায়ের বকুনি খাওয়া।
বাহ! দেখতে দেখতে পার হয়ে গেল তেইশটি বসন্ত।
আর আছেইবা কি!
আল্লাহ!
পাওয়া না পাওয়ার মধ্যে দিনগুলোতো কেটে গেল।
সামনের গুলো-ও হয়ত কেটে যাবে।
তোমার কাছে বেশি কিছু চাইনা..
শুধু পরকালে মুক্তি দি-ও..
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কি ২৩বছর পূর্ণ হয়েছে?
ধন্যবাদ ফেরারী মন।
আপনি আমার ব্লগের কোন লেখার প্রথম মন্তব্যকারী।
হয়েছে।
কেন বলুনতো...সজল।
মন্তব্য করতে লগইন করুন