হায়রে শেয়াল বাজার! [শেয়ার বাজার]
লিখেছেন লিখেছেন bojrokonTho ১৭ মে, ২০১৪, ১১:২৮:২৮ সকাল
এক ব্যাক্তির বাড়ির পাশে শেয়াল এসে খুব জ্বালাতন করত।
একদিন সে এলাকায় ঘোষনা করে দিল যে, সে শেয়াল কিনবে প্রতি শেয়াল ১০০ টাকা।
তখন পাড়ার লোকেরা শেয়াল ধরে ধরে এনে দিল।
লোকটি সেগুলো কিনে তার খাঁচায় ভরে রাখল।
এভাবে এক সময় তার খাঁচা পূর্ণ হয়ে গেলো।
এবং শেয়াল কিনতে গিয়ে তার অনেক টাকা নষ্ট হল।
বুদ্ধি করে আবার সে এলাকায় ঘোষনা দিল,
এখন থেকে প্রতি শেয়াল ৫০০টাকা দামে কিনা হবে।
এবার মানুষ আরো হন্যে হয়ে শেয়াল খুঁজতে লাগল।
কিন্তু শেয়ালের দেখা নেই।
এদিকে লোকটি এলাকায় কিছু লোক ঠিক করে দিল, তারা বলে বেড়াতে লাগল আমরা শেয়াল বিক্রি করব ৪৫০ টাকায়।
এলাকার মানুষ ভাবল তবুওতো ৫০ টাকা লাভ হবে।
৫০০ টাকায় বিক্রির আশায় সবাই ৪৫০ টাকা দিয়ে শেয়াল কিনতে লাগল।
লোকটির খাঁচার সব শেয়াল বিক্রি হয়ে গেল।
এবার সে নতুন ঘোষনা দিল,
দুঃখিত, আমি আর কোন শেয়াল কিনব না।
গল্প শেষ।
এভাবে শেয়ার বাজারেও বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে এবং প্রতিনিয়ত এই শেয়ারের দাম উঠানামা করে।
যেমন আজকের ১০০ টাকার শেয়ার আগামিকাল দাম বেড়ে ৫০০ টাকা হয়ে যাচ্ছে।
আর তাই মানুষ লোভে পড়ে জমিজমা বিক্রি করে শেয়ার ক্রয় করতে থাকে।
এভাবে কোটি কোটি টাকা মার্কেটে চলে আসার পর কোম্পানীর যখন টার্গেট পূর্ণ হয়,
তখন তারা শেয়ারের দাম কমিয়ে ফেলে।
শুরু হয় দরপতন।
অর্থাৎ ৫০০ টাকার শেয়ার ৫০ টাকাতেও বিক্রি হচ্ছেনা।
তখন কোম্পানি সেগুলো কিনে নেয়।
এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে কোম্পানি কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন