ছোট্ট আমার
লিখেছেন লিখেছেন bojrokonTho ০৮ মে, ২০১৪, ১১:৪৬:৫০ সকাল
ছোট্ট আমার সোনামনি
মিষ্টি করে হাসে
তার কপালে চুমু খেতে
দোয়েল পাখি আসে।
আরো আসে মাছরাঙ্গা
কদম গাছে টিয়ে
ময়ুর এসে বাতাস করে
সোনার পালক দিয়ে।
চড়ুই এসে নৃত্য করে
কোকিল শোনায় গান
হুতোম পেঁচা গাল ফুলিয়ে
দেখায় অভিমান।
আমার চোখের কল্পনাতে
পদ্ম পাতা ভাসে
ছোট্ট আমার সোনামনি
মিষ্টি করে হাসে।
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন