সে আর ফিরে আসবেনা [গল্প]
লিখেছেন লিখেছেন bojrokonTho ০৭ আগস্ট, ২০১৪, ০৮:১৭:২৪ সকাল
গুলশানের একটি দোকান থেকে জামাটা কিনে বেরুতেই মনটা খুঁত খুঁত করতে লাগল। রিমিকে এই ফাস্ট কোনকিছু গিফট করছি। পছন্দ হবেতো? বাসে চেপে বসলাম। পাশের সিটে বসা আপুকে
জামাটা বের করে দেখালাম।
ঃসুন্দর হয়েছে?
আপু হেসে বললেন-
ঃহুম! সুন্দর, পছন্দ হবে।
ঃকার জন্য নিলে?
ঃবন্ধুর জন্য।
বাসায় এসেই জামাটা বালিশের নিছে লুকালাম।
বাসায় একটা বিচ্ছু আছে। দেখতে পেলে সব প্লান ভেস্তে যাবে।
দরজা বন্ধ করে রিমিকে ফোন দিলাম।
ঃ কেমন আছ?
ঃ ভালো, শোন তোমাকে এখুনি ফোন দিতাম আমি,
আমরা তিন বোন এবার গ্রামে ঈদ করব ভেবেছি।
আমি জেরিন আর রাখি এখন গাড়িতে।
ভাইয়া আছেন সাথে।
বাসায় পৌঁছে ফোন দিব তোমাকে।
ঃতুমি গ্রামে চলে যাচ্ছ এটা আমাকে আগে জানালে না কেন?
ঃসর্যি, সর্যি, সর্যি! সুযোগ্ই পাইনি।
ঃঠিক আছে যাও।
মনটা ভিষন খারাপ হয়ে গেল।
নাহঃ কিছুতেই মেনে নিতে পারছিনা। বালিশের নিচ থেকে জামাটা বের করলাম। রিমি এই প্রথম আমাকে কষ্ট দিল। বুঝতে পেরেছে কিনা কে জানে?
জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললাম জামাটা।
তবু মন শান্ত হচ্ছেনা। রিমি বাসায় গিয়ে ফোন দিবে। কিন্তু আমি কথা বলতে চাইছি না.. মোবাইল অফ করে দিলাম।
টানা তিনদিন ফোন বন্ধ। ঈদের নামায পড়ে ঘরে ফিরার কিছুক্ষনের মধ্যেই বন্ধু-বান্ধবের ঢল নামল।
ঈদের দিন-ও ফোন বন্ধ পেয়েই ছুটে এসেছে অনেকে।
ভেতরের অভিমান চাপা রেখেই সবার সাথে হাসলাম।কথা বললাম। সবাইকে বিদায় দিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। মা আমার পিছু নিয়েছিল টের পাইনি। বালিশে মাথা রাখলাম। তখন্ই ঠক ঠক শব্দ। দরজা খুলে মাকে বসতে বললাম।
মা অনেক বোঝালেন। জানতে চাইলেন কি হয়েছে আমার, কিন্তু আমি বলতে পারিনি। আমার ভেজা চোখগুলো আড়াল করলাম বারবার। মা চলে গেলেন।
আজ ঈদের পঞ্চম দিন। কিছুতেই শান্ত থাকতে পারছিলামনা। এবার কষ্টের পাশাপাশি অনুশোচনাও হচ্ছে। রিমিও নিশ্চয় কষ্ট পাচ্ছে। আমি নিশ্চিত রিমি অনেক কেঁদেছে। অভিমান করে কেন যে এসব করতে গেলাম।
বাসায় এসে ড্রয়ার থেকে মোবাইল ফোন বের করলাম। অন করে এক গ্লাস পানি খেলাম। পরপর তিনবার মেসেজ টোন বাজল। রিমির মেসেজ!
১ম মেসেজ-
'এই ফোন অফ কেন? আমিও রাগ করব কিন্তু'....
দ্বিতীয় মেসেজ-
'আজ ঈদের দিন্ও রাগ করে থাকবে? প্লিজ, আমার কিছুই ভাল লাগছে না, একটু কথা বল.. আজ যদি কথা না বল তাহলে কিন্তু আমি ভালভাবে পড়াশোনা করবনা,বলে দিলাম...!
তৃতীয় মেসেজ-
'ঈদের দিন তুমি আমার সাথে কথা বলনি। খুব মনে থাকবে আমার। ঢাকা আসছি বাট তোমার সাথে দেখাও করবো না, কথাও বলব না। এখন লঞ্চে আছি, আমাদের লঞ্চ পিনাক-৬.....
পাশের রুমের টেলিভিশনে সংবাদ চলছে-
'৫৩ ঘন্টা পার হলেও হদিস মেলেনি লঞ্চের... ভেসে উঠছে নিহতদের লাশ....
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ হয়েছে ২৯ শে জুলাই । সেটা যদি ঈদের ১ম দিন হয়ে থাকে তাহলে ৫ম দিন হবে ২ রা অগাস্ট । পিনাক-৬ ডুবেছে ৪ ঠা অগাস্ট সকাল ১১ টার দিকে ।
http://eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2014-08-05
কিছু এডিট করে লাগবে মনে হয় ।
মন্তব্য করতে লগইন করুন